Pimple Popping: অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলেছেন? এর পর যা করণীয়...
তৈলাক্ত ত্বক মানেই ব্রণর সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। ব্রণ ফাটানো উচিত নয় জেনেও, অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ব্রণ ফাটিয়ে হাত তুলে নিলেই হল না। ব্রণ ফাটিয়ে ফেলার পর, আরও যত্ন নিতে হয় ত্বকের। ব্রণ ফাটিয়ে ফেলার পর কী করবেন জানুন।
ব্রণ ফাটিয়ে ফেলার পর রক্ত বেরোয়। পুঁজও বেরোতে থাকে। আগে সেদিকে নজর দিতে হবে।
তবে সবার আগে নিজের হাত ভাল করে ধুয়ে নিন। এর পর কটন প্যাড হাতে নিয়ে পুঁজ ও রক্ত হালকা হাতে মুছে নিন।
রক্ত বেরনো বন্ধ হলে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে নিন মুখ। নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।
ব্রণ ফাটিয়ে ফেলার পর, বার বার হাত দেবেন না ক্ষতে। জ্বালা, অস্বস্তি কমাতে বরফের টুকরে নিয়ে ঘষুন ক্ষতের উপর।
এর পরও অস্বস্তি হলে FDA অনুমোদিত Hydrocortisone লাগিয়ে নিন ক্ষতস্থানে। বেশ কয়েক মিনিট রাখতে হবে ওই মলম।
পিম্পল প্যাচও কিনতে পাওয়া যায় বাজারে। এতে ক্ষতস্থান জীবাণুর সংস্পর্শে আসে না। কিছু প্যাচে স্যালিসিলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, উইচ হেজেল থাকে, যাতে ত্বক দ্রুত সেরে ওঠে।
যতদূর সম্ভব, ব্রণ ফাটানো উচিতই নয়। তাও নিজেদের সংযত রাখতে পারি না আমরা। এর পরিবর্তে ব্রণ নিরাময়ের ওষুধ ব্যবহার করুন। এতে ব্রণ ফাটানোর ইচ্ছাও হবে না।
ব্রণর সমস্যা গুরুতর হলে অবশ্যেই চিকিৎসকের কাছে যান। তিনি যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলুন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -