Nail Art Tips: দেখনদারিতে বড় ক্ষতি হয়ে যাচ্ছে না তো? নেইল আর্ট, নেইল এক্সটেনশন করানোয় রয়েছে ঝুঁকিও

Nail Extension Tips: পার্লারের বাইরে লাইন তো দিচ্ছেন, বিপদ জানেন তো? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/13
পুজোর মুখে নখের সৌন্দর্য বৃদ্ধির ধূম চারিদিকে। নেইল আর্ট পার্লারের বাইরে রীতিমতো লাইন দিচ্ছেন সকলে।
2/13
নেইল আর্ট নিয়ে এই মাতামাতির নেপথ্যে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেকটা। কিন্তু কৃত্রিম সৌন্দর্যের পিছনে ছুটে বড় ক্ষতি হয়ে যাচ্ছে না তো?
3/13
নেইল আর্ট নিয়ে মাতামাতি না করে, বিষয়টি ভাবা উচিত। কারণ এর সঙ্গে বেশ কিছু ঝুঁকির সম্ভাবনা রয়ে যাচ্ছে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
4/13
প্রত্যেক মুদ্রার যেমন এপিঠ-ওপিঠ রয়েছে, নেইল আর্ট, নেইল এক্সটেনশনের ক্ষেত্রেও সেকথা প্রযোজ্য। বিশেষ করে Acrylic নেইল যদি করাতে যান।
5/13
Acrylic নেইল-এর ক্ষেত্রে আসল নখের উপর কিছু মিশ্রণ ঢেলে সেট করে নিতে হয় প্রথমে। হাওয়ার সংস্পর্শে এসে ওই মিশ্রণ শক্ত হয়ে বসে যায় নখের উপর। ঘষেমেজে সেটিকে নির্দিষ্ট আকার দেওয়া হয় প্রথমে। তার পর শুরু হয় সৌন্দর্যবৃদ্ধির কাজ।
6/13
কিন্তু দেখতে সুন্দর হলেও Acrylic নেইল যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। আসল নখের উপর যে আঠা প্রয়োগ করা হয়, তার দরুণ চামড়া থেকে উঠে আসতে পারে আসল নখই। ফর্মালডিহাইড থেকে অ্যালার্জি, সংক্রমণ হতে পারে।
7/13
UV ল্যাম্প ব্যবহারেও বিপদের ঝুঁকি থেকে যায়। অতিবেগুনি বিকিরণ ত্বকের ক্ষতি করে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।
8/13
শরীরে কোনও গুরুতর রোগ বাসা বাঁধলে, নখ গোড়াতেই তার জানান দেয়। কিন্তু নেইল এক্সটেনশন বা নেইল আর্ট করানো থাকলে, সেই উপসর্গ বোঝার উপায়ই থাকে না। ফলে প্রাথমিক পর্যায়েই বিষয়টি ধরা পড়ে না।
9/13
শুধুমাত্র গ্রাহকদের জন্যই নয়, পার্লারের কর্মীদের জন্যও এই কাজ বেশ ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় ক্ষতিকর রাসায়নিক নিয়ে কাজ করতে হয় তাঁদের। রাসায়নিকের ধোঁয়া যেমন শরীরে যায়, তেমনই সূক্ষ্ম ধূলিকণাও শরীরে প্রবেশ করে, যা পরবর্তীতে গুরুতর হয়ে উঠতে পারে।
10/13
UV বা LED আলোর নীচে জেল নেইল পলিশ শুকোনোর ক্ষেত্রে Trimethylbenzoyl Diphenylphosphine Oxide (TPO) রাসায়নিক ব্যবহার করা হয়। সম্প্রতি বেশ কিছু দেশ ওই রাসায়নিক নিষিদ্ধ করেছে। প্রজননের উপরও প্রভাব ফেলে সেটি।
11/13
নখের সাজসজ্জা শুরুর আগে সর্বপ্রথম পাতলা চামড়ার অংশ, কিউটিকলস ঠেলে সরিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে পাতলা করে কেটেও দেওয়া হয় কিউটিকলস। এতে নখের ক্ষতি হয়।
12/13
নেইল এক্সটেনশন বাড়িতেই তুলে ফেলার চেষ্টা করেন অনেকে, যা কখনওই উচিত নয়। নেইল আর্ট বা নেইল এক্সটেনশন করানোর সময় দক্ষ শিল্পীর কাছে যাওয়া উচিত যেমন, তা তুলে ফেলার সময়ও দক্ষ লোকের সাহায্য়ই নেওয়া উচিত। বিপদ বুঝলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
13/13
ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola