Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Relationship Tips: প্রাক্তনের সঙ্গে নতুন করে যোগাযোগ! কী করবেন, কী করবেন না
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা সম্ভব কিনা, সেই নিয়ে হাজারো তত্ত্ব রয়েছে। বাস্তবে কারও ক্ষেত্রে তা খাটে, কারও ক্ষেত্রে আবার খাটে না। কিন্তু জীবনে কখনও না কখনও প্রাক্তনের সঙ্গে ফের যোগাযোগ তৈরি বা মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে মানুষটিকে এককালে মন-প্রাণ দিয়ে ভালবেসেছিলেন, তাঁকে ভোলা মোটেই সহজ কাজ নয়। সময় ক্ষতে প্রলেপ দিলেও, অনুভূতি কিছু থেকেই যায় মনের মধ্যে। তাই প্রাক্তনের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি হলে আকাশ-কুসুম ভাবতে শুরু করি আমরা।
এক্ষেত্রে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সকলের। তাই প্রাক্তনের সঙ্গে যদি নতুন করে যোগাযোগ তৈরিও হয়, সীমারেখা একটা থাকা উচিত।
এক্ষেত্রে শুরুতেই নিজেকে প্রশ্ন করুন, আপনি জীবনে ঠিক কী চান? মনে মনে হয়ত ফিরে পেতে চাইছেন তাঁকে, কিন্তু বন্ধুত্ব বলে চালাচ্ছেন, এমন যেন না হয়। আবার হয়ত প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বেও আগ্রহ নেই, কিন্তু এড়াতে পারছেন না, এমন যেন না হয়। নিজের মনকে চিনুন আগে। নইলে দু’জনেরই ক্ষতি হতে পারে।
প্রাক্তন বলেই পুরনো কাসুন্দি নিয়ে বসে যাবেন না। বরং আর পাঁচ জনের মতোই হাই-হ্যালো চালিয়ে যান। কেমন চলছে, জীবনে নতুন কী ঘটছে, জানতে চাইতেই পারেন। কিন্তু কোথাও যেন ইঙ্গিতপূর্ণ বার্তা না যায়।
সামনের জনের বর্তমান অবস্থা স্মরণে রাখুন। তিনি যদি অন্য সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, বা কোথাও একটা লক্ষ্ণরেখা টেনে দিয়ে থাকেন, তাঁর সিদ্ধান্তকে সম্মান জানান।
আপনার মতো তাঁর মনেও হাজারো প্রশ্ন আসতে পারে। আপনি পুরনো সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন কিনা, নাকি শুধু ক্ষতে প্রলেপ দিতে চাইছেন, ভাবাতে পারে তাঁদেরও। তাই নিজের উদ্দেশ্য স্পষ্ট জানিয়ে দিন গোড়াতেই। তাঁর প্রতিক্রিয়াও মেনে নিতে প্রস্তুত থাকুন।
আপনার প্রাক্তন হয়ত নতুন সম্পর্কে জড়িয়েছেন। সেখানে নতুন করে ধন্দ তৈরি হওয়া অপ্রয়োজন। তাই পরিষ্কার জানিয়ে দিন যে পুরনো সম্পর্ক জোড়া লাগানোর কোনও ইচ্ছা আপনার নেই। তাঁর বর্তমান সম্পর্ক কেমন চলছে, তিনি সুখী হয়েছেন কিনা, এসব নিয়ে না ঘাঁটানোই ভাল।
কথায় কথায় অতীতের প্রসঙ্গ উঠে আসতেই পারে। তাই বলে পুরনো ঝগড়া, অশান্তির কাসুন্দি নতুন করে খুলে বসার কারণ নেই। বরং পরিণত আচরণ বজায় রাখুন। অতীত ভুলে এগোন ভবিষ্যতের দিকে। তাতে দু’জনেরই মঙ্গল।
নতুন করে কথা হচ্ছে বলেই সারাক্ষণ তাঁকে মেসেজ বা ফোন করবেন না। এতে গুরুত্ব হারাবেন নিজেই। ক্ষমাপ্রার্থনা বা ফিরে আসার আর্জি তো একেবারেই জানাবেন না। দুর্বল হয়ে পড়লেও, নিজের আত্মসম্মান বজায় রাখুন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -