Whooping cough : '১০০ দিনের কাশি'তে জেরবার ! সতর্কতা জারি কোন দেশে?
হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কাশি যেন আর থামতেই চায় না। কাশতে কাশতে দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও কারও কারও কাশতে কাশতে বমি পর্যন্ত হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে মূর্ছা যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ১ দিন - ২ দিন কিংবা ১ সপ্তাহ - ২ সপ্তাহ নয়, তিন মাস পেরোলেও কমছে না কাশি।
ব্রিটেনে ভয় ধরাচ্ছে এই অসুখ, যাকে বলা হচ্ছে ১০০ দিনের কাশি। ব্রিটেনের চিকিৎসকরা এই নতুন উপসর্গের নাম দিয়েছেন ১০০-দিনের কাশি
সংক্রমণের সংখ্য়া এতটাই বেড়েছে যে, সতর্কতা জারি করেছে ব্রিটেন। জানা যাচ্ছে মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটছে এই রোগ। সম্প্রতি ২৫০% বেড়ে গিয়েছে এই অসুখ।
সর্দির মতো লক্ষণ। আর তার সঙ্গে প্রবল কাশি। দীর্ঘদিন ধরে স্থায়ী হচ্ছে এই কাশি। প্রায় তিন মাস পর্যন্ত সমস্যা চলছেই, জানিয়েছে ফক্স নিউজ।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, জুলাই থেকে নভেম্বরের মধ্যে, ফুসফুসের এই ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৭১৬ জন।
চিকিৎসকদের ধারণা, এটি হুপিং কাশি (Whooping cough pertussis)। এটি বোর্ডেটেলা পারটুসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ফুসফুস এবং শ্বাসনালীর সংক্রমণ। এই অসুখের কারণে একটা সময় বহু শিশু মারা যেত।
শুধু শিশুরা নয়, কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদেরও হুপিং কাশি হতে পারেষ ১০০ দিন ধরে চলা এই কাশির দরুণ হার্নিয়া, পাঁজরে কালশিটে, কানের মধ্যে সংক্রমণ হতে পারে।
তবে হ্যাঁ, হুপিং কাশি প্রতিরোধযোগ্য এবং এর ভ্যাকসিন রয়েছে। তাই সতর্ক থাকতে হবে, ঠিক সময়ে চিকিৎসা করাতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -