Whooping cough : '১০০ দিনের কাশি'তে জেরবার ! সতর্কতা জারি কোন দেশে?
ব্রিটেনের চিকিৎসকরা এই নতুন উপসর্গের নাম দিয়েছেন ১০০-দিনের কাশি
কাশিতে জেরবার ?
1/9
হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কাশি যেন আর থামতেই চায় না। কাশতে কাশতে দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ হচ্ছে।
2/9
এছাড়াও কারও কারও কাশতে কাশতে বমি পর্যন্ত হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে মূর্ছা যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ১ দিন - ২ দিন কিংবা ১ সপ্তাহ - ২ সপ্তাহ নয়, তিন মাস পেরোলেও কমছে না কাশি।
3/9
ব্রিটেনে ভয় ধরাচ্ছে এই অসুখ, যাকে বলা হচ্ছে ১০০ দিনের কাশি। ব্রিটেনের চিকিৎসকরা এই নতুন উপসর্গের নাম দিয়েছেন "১০০-দিনের কাশি"
4/9
সংক্রমণের সংখ্য়া এতটাই বেড়েছে যে, সতর্কতা জারি করেছে ব্রিটেন। জানা যাচ্ছে মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটছে এই রোগ। সম্প্রতি ২৫০% বেড়ে গিয়েছে এই অসুখ।
5/9
সর্দির মতো লক্ষণ। আর তার সঙ্গে প্রবল কাশি। দীর্ঘদিন ধরে স্থায়ী হচ্ছে এই কাশি। প্রায় তিন মাস পর্যন্ত সমস্যা চলছেই, জানিয়েছে ফক্স নিউজ।
6/9
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, জুলাই থেকে নভেম্বরের মধ্যে, ফুসফুসের এই ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৭১৬ জন।
7/9
চিকিৎসকদের ধারণা, এটি হুপিং কাশি (Whooping cough pertussis)। এটি বোর্ডেটেলা পারটুসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ফুসফুস এবং শ্বাসনালীর সংক্রমণ। এই অসুখের কারণে একটা সময় বহু শিশু মারা যেত।
8/9
শুধু শিশুরা নয়, কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদেরও হুপিং কাশি হতে পারেষ ১০০ দিন ধরে চলা এই কাশির দরুণ হার্নিয়া, পাঁজরে কালশিটে, কানের মধ্যে সংক্রমণ হতে পারে।
9/9
তবে হ্যাঁ, হুপিং কাশি প্রতিরোধযোগ্য এবং এর ভ্যাকসিন রয়েছে। তাই সতর্ক থাকতে হবে, ঠিক সময়ে চিকিৎসা করাতে হবে।
Published at : 13 Dec 2023 04:27 PM (IST)