Hunger in Winter: শীতকালেই বেশি খিদে পায়, কেন, কী করণীয় জানুন
Health Tips: ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/11
শীতকালে লেপের বাইরে বেরোতে মন চায় না একেবারেই। কিন্তু জবুথবু হয়ে থাকলেও, শীতকালে খিদে একটু বেশিই পায়।
2/11
কিন্তু শীতকালেই বেশি খিদে পায় কেন? এ থেকে মুক্তি পাওয়ার উপায়ই বা কী? জেনে নিন বিশদে-
3/11
বিশেষজ্ঞদের মতে, শীতকালে আমাদের শরীরে একটি বিশেষ প্রক্রিয়া চলে, থার্মোজেনেসিস। অর্থাৎ গরম অনুভব করতে, তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে বেশি ক্যালরি খরচ করে শরীর।
4/11
এর ফলে আরও এনার্জির প্রয়োজন পড়ে আমাদের। সেই মতো মস্তিষ্কে সিগনাল চলে যায়। বেশি ক্যালরি সমৃদ্ধ খাবারের চাহিদা জন্মায়।
5/11
পাশাপাশি, শীতকালে গায়ে রোদও কম পড়ে। এর ফলে সেরোটোনিনের মাত্রা কমে যায়। রাতের দৈর্ঘ্য বেশি হওয়ায় উল্টে বেড়ে যায় মেলাটোনিন।
Continues below advertisement
6/11
মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়াতেও খিদে পায় বেশি। ওই সময় কার্বহাইড্রেট, ভারী খাবার খাওয়ার ইচ্ছে জাগে। গরম খাবার খেতে মন চায়।
7/11
বেশি খিদে পাওয়ার নেপথ্যে মানসিক কিছু বিষয়ও কাজ করে। শীতকালে গরম খেতে মন চায়, আরাম পেতে চাই আমরা। এতেও বেশি খেয়ে ফেলি।
8/11
শীতকালে বেশি খেয়ে ফেলার এই অভ্যাস ত্যাগ করা সম্ভব। বেশি খাওয়ার পরিবর্তে, জলপান করুন বেশি করে। ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিন।
9/11
শীতকালে স্যুপ, ওটস, হার্বাল টি, বাদাম, শাক-সবজি বেছে নিন। এতে অতিরিক্ত ক্যালরিও নেই, আবার পেটও ভরা থাকে। বার বার খাবার খান, কিন্তু পরিমান হোক কম।
10/11
ওটস, বাজরা, জোয়ার, ব্রাউন রাইস, রাঙা আলু, মরশুমি শাক-সবজি খান এই সময়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
11/11
ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 28 Dec 2025 08:19 AM (IST)