Vat Savitri Vrat 2022: পরম সৌভাগ্য প্রাপ্তি হতে পারে, রীতি মেনে পালন করুন বট সাবিত্রী ব্রত
চলছে বট সাবিত্রী ব্রত-র শুভক্ষণ। গতকাল বট সাবিত্রী ব্রত পালনের সময়ের একই সঙ্গে ছিল শনিজয়ন্তীও। সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে বট সাবিত্রী ব্রত করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ দিন শ্রীবিষ্ণু, দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পুজো করে থাকেন বিবাহতারা। সকাল বেলায় মহিলারা নতুন কাপড় পরে বটবৃক্ষ পরিক্রমা করে ৷ এর পর বটবৃক্ষের চারিদিকে হলুদ সুতো জড়িয়ে ব্রত কথা শুনতে বসেন তাঁরা ৷
পুজোর দিনক্ষণ: এ বছর বট সাবিত্রী ব্রত পালিত হবে ৩০ মে, সোমবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ২৯ মে, দুপুর ২টো ২৫ মিনিট থেকে। অমাবস্যা তিথি শেষ হবে- ৩০ মে, বিকেল ৩টে ৪৮ মিনিটে।
উপাচার: এ দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নেওয়া হয়। এর পর, ২৪টি বট ফল এবং ২৪টি পুরিয়া আঁচলে নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয়। ধূপ ও প্রদীপ সহযোগে বট গাছের পুজো করা হয় এদিন।
পাশাপাশি এই দিন এই দিন শাশুড়িদের উপহার দেওয়ার নিয়মও রয়েছে ৷ শাশুড়িদের ফল, কাপড় ইত্যাদি দান করেন বাড়ির বউরা। এ ছাড়াও এদিন বয়সে বড় কাউকে কোনও কিছু দান করলে পূন্য লাভ হয়। এদিন সাধারণত হাতপাখা, খরবুজ এবং আমের দান করা হয় ৷
জানা যায়, এই দিন ভেজানো ছোলা খাওয়ার রীতি রছে ৷ বলা হয় যে, এই দিন ১১টি ভিজে ছোলা খেতে হয়। ছোলা খেয়েই ব্রত শেষ করতে হয়।
কেন পালন হয় দিনটি? এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে আছে ৷ পুরাণ অনুযায়ী, রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী। বনবাসী রাজা ধুম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর ৷ এর পর মৃত্যু হয় সত্যবানের।
কথিত আছে সাবিত্রী তাঁর স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে একটি বটগাছের নীচে বসে তপস্যা করেন। আর এভাবেই তিনি স্বামীকে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।
সেই কারণে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বট সাবিত্রী ব্রত পালন করেন।
বিশ্বাস করা হয়, এদিন ব্রত পালনে স্বামীর দীর্ঘায়ু লাভ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -