Vat Savitri Vrat 2022: পরম সৌভাগ্য প্রাপ্তি হতে পারে, রীতি মেনে পালন করুন বট সাবিত্রী ব্রত
কেন পালন করা হয় বট সাবিত্রী ব্রত?
1/10
চলছে বট সাবিত্রী ব্রত-র শুভক্ষণ। গতকাল বট সাবিত্রী ব্রত পালনের সময়ের একই সঙ্গে ছিল শনিজয়ন্তীও। সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে বট সাবিত্রী ব্রত করেন।
2/10
এ দিন শ্রীবিষ্ণু, দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পুজো করে থাকেন বিবাহতারা। সকাল বেলায় মহিলারা নতুন কাপড় পরে বটবৃক্ষ পরিক্রমা করে ৷ এর পর বটবৃক্ষের চারিদিকে হলুদ সুতো জড়িয়ে ব্রত কথা শুনতে বসেন তাঁরা ৷
3/10
পুজোর দিনক্ষণ: এ বছর বট সাবিত্রী ব্রত পালিত হবে ৩০ মে, সোমবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ২৯ মে, দুপুর ২টো ২৫ মিনিট থেকে। অমাবস্যা তিথি শেষ হবে- ৩০ মে, বিকেল ৩টে ৪৮ মিনিটে।
4/10
উপাচার: এ দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নেওয়া হয়। এর পর, ২৪টি বট ফল এবং ২৪টি পুরিয়া আঁচলে নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয়। ধূপ ও প্রদীপ সহযোগে বট গাছের পুজো করা হয় এদিন।
5/10
পাশাপাশি এই দিন এই দিন শাশুড়িদের উপহার দেওয়ার নিয়মও রয়েছে ৷ শাশুড়িদের ফল, কাপড় ইত্যাদি দান করেন বাড়ির বউরা। এ ছাড়াও এদিন বয়সে বড় কাউকে কোনও কিছু দান করলে পূন্য লাভ হয়। এদিন সাধারণত হাতপাখা, খরবুজ এবং আমের দান করা হয় ৷
6/10
জানা যায়, এই দিন ভেজানো ছোলা খাওয়ার রীতি রছে ৷ বলা হয় যে, এই দিন ১১টি ভিজে ছোলা খেতে হয়। ছোলা খেয়েই ব্রত শেষ করতে হয়।
7/10
কেন পালন হয় দিনটি? এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে আছে ৷ পুরাণ অনুযায়ী, রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী। বনবাসী রাজা ধুম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর ৷ এর পর মৃত্যু হয় সত্যবানের।
8/10
কথিত আছে সাবিত্রী তাঁর স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে একটি বটগাছের নীচে বসে তপস্যা করেন। আর এভাবেই তিনি স্বামীকে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।
9/10
সেই কারণে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বট সাবিত্রী ব্রত পালন করেন।
10/10
বিশ্বাস করা হয়, এদিন ব্রত পালনে স্বামীর দীর্ঘায়ু লাভ হয়।
Published at : 30 May 2022 02:49 PM (IST)