Toothbrush Care: বাথরুমে টুথব্রাশ রাখেন! অভ্যাস বদলান এখনই
দক্ষিণ খোলা বারান্দা, ঘরের সমান বাথরুম, একচিলতে ফ্ল্যাটে এতকিছু চাহিদা আজকাল পূরণ হয় না। ছোট্ট জায়গার মধ্যেই গাদাগাদি করে থাকতে হয়। পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেক ক্ষেত্রে বাথরুমের মধ্যেই আয়না, টুথপেস্ট, ব্রাশ সাজিয়ে রাখি আমার। বাথরুমের মধ্যে দাঁত মাজা, মুখ ধোয়া সব সারি আমরা। পিক্সাবে
বিশেষজ্ঞদের মতে, বাথরুমে টুথব্রাশ না রাখাই ভাল, কারণ তাতে ব্যাকটিরিয়া এবং ছত্রাক বাসা বাঁধে। পিক্সাবে
বাথরুম এমনিতে ভিজে থাকে সারাক্ষণ। বাড়ির অন্য ঘরের তুলনায় তাপমাত্রাও হয় বেশি। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে তার উপরে ব্যাকটিরিয়া জন্মায়। ফ্রিপিক
আপনি হয়ত বাথরুম ঝকঝকে, তকতকে রাখলেন, কিন্তু যত বারই কমোডে ফ্লাশ চালান আপনি, তা থেকে ক্ষতিকর প্যাথোজেন ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাকটিরিয়া জন্মায়। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে, তার ব্যবহারে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফ্রিপিক
বাথরুম যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গা, সেখানে ব্যাকটিরিয়া এবং ছত্রাকের বিস্তার ঘটে তাড়াতাড়ি। তাই বাথরুমে রাখা টুথব্রাশ ব্যবহার করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিপিক
তাই পরিচ্ছন্ন জায়গায়, যেখানে ব্যাকটিরিয়া, ছত্রাক জন্মানোর সম্ভাবনা নেই, সেই জায়গায় টুথব্রাশ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাথরুমে টুথব্রাশ না রাখাই ভাল বলে মত তাঁদের। ফ্রিপিক
বাথরুমের বাইরে পরিষ্কার, শুকনো ক্যাবিনেটের মধ্যে রাখা যেতে পারে টুথব্রাশ। ক্যাবিনেটের দরজা বন্ধ করা গেলে ভাল। এতে বায়ুবাহিত দূষিত পদার্থের সংস্পর্শে আসে না টুথব্রাশ। ফ্রিপিক
ড্রয়িংয়ে বা শোয়ার ঘরেও রাখা যেতে পারে টুথব্রাশ। তবে যেখানেই রাখুন, পরিচ্ছন্নতার দিকে নজর দিন। ফ্রিপিক
প্রতি তিন-চার মাস অন্তর টুথব্রাশ পাল্টান। ব্যবহারের পর ভাল করে ধুয়ে নিন এবং শুকিয়ে নিন টুথব্রাশ। কারও সঙ্গে টুথব্রাশ শেয়ার না করাই ভাল। ফ্রিপিক। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -