Winter Bath Tips : শীতে কখন স্নান করলে শরীর ভাল থাকবে ?
Winter Bath Tips :শীতে কখন স্নান করলে শরীর ভাল থাকবে ? দেখুন একনজরে
শীতে কখন স্নান করলে শরীর ভাল থাকবে ?
1/10
শীতে স্নান করার কথা ভাবলে প্রায় সবার মনেই আতঙ্ক আসে। আর যদি অফিসের জন্য ভোরে উঠে স্নান করতে হয়, তাহলে তো ভাবনার অন্ত নেই।
2/10
ঠিকই একইভাবে, আজ ছুটির দিতে অনেকেই দেরি করে স্নানে যান। কিন্তু শরীর ফিট থাকে না। এবার কথা হচ্ছে, শীতে স্নানের প্রকৃত সময় কখন ?
3/10
সাধারণত শীতে খুব ভোরে স্নানে যাওয়াটা এড়িয়ে যাওয়াই ভাল হবে। যদি উপায় না থাকে, সেক্ষেত্রে কিছু করার নেই। নতুন বিকল্প উপায় ভাবতে হবে।
4/10
মূলত বিশেষজ্ঞদের কথায়, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এই সময় স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে স্নানে যাওয়াই ভাল।
5/10
আর ঠান্ডা লাগা মানেই বুকে সর্দি জমবে। জ্বরের সম্ভাবনাও বাড়বে। তাই যখন মধ্য গগনে সূর্য তখনই স্নানটা সেরে নিলে ভাল হয়।
6/10
বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের খুব ভোর কিংবা সকালে স্নান করাটা এড়িয়ে যেতে হবে। দুপুরে স্নান করাটাই ভাল হবে।
7/10
তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি স্নানে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, তারপরে স্নান সারুন।
8/10
শীতে স্নানের আগে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০ থেকে ৩০ মিনিট এভাবে থাকলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।
9/10
তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, স্নান করা থেকে বিরত থাকবেন না। কারণ স্নান করলে আমাদের শরীর থেকে রোগ সরে যায়। প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে।
10/10
যদি এই নিয়ম মেনেও যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
Published at : 08 Dec 2024 04:05 PM (IST)