Nail Infection: বর্ষাকালে নখকুনির সমস্যা দূর করবেন কীভাবে? জানুন সহজ উপায়
বর্ষাকালে (Monsoon) নানাবিধ অসুখের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়ায় ইনফেকশনের (Infection) সমস্যাও। হাতে, পায়ে নানা ইনফেকশন দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআঙুলের মাঝে জল জমে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। এই সময়ে চিন্তা বাড়ায় নখকুনির (Nail Infection) সমস্যা।
নখে ব্যাকটেরিয়ার আক্রমণে হতে পারে সংক্রমণ। কীভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন? জানুন কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখকুনি খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। বর্ষার সময়ে এই রোগ বেশি হয়ে থাকে। হাত বা পায়ের নখে এই সমস্যা হতে পারে।
নখের পাশের ত্বকে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। ফলে নখে জল জমে, ব্যথা হয় ও ফুলে যায়।
অনেক সময় নখ ছোট করে কাটতে গিয়ে ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। আবার খোঁচা লেগেও নখের কোণে ক্ষত সৃষ্টি হতে পারে। ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনির সমস্যা হয়ে থাকে।
এই সময়ে হাতে বা পায়ে এই সমস্যা হলে সেই স্থানে জল লাগতে দেবেন না। ক্ষত স্থান শুকনো রাখতে হবে।
ফাঙ্গাসের কারণেও নখকুনি হতে পারে। নখের পাশের ত্বকে সংক্রমণের কারণেও সাদা দাগ হতে পারে। নখ বড় হওয়ার সময় ভেতরে ঢুকে গেলে এমন হয়। লাল হয়ে প্রচণ্ড ব্যথা হয়। ইনফেকশনের কারণেও এমন হয়। এক্ষেত্রে ঠিকঠাক সাইজের জুতা পরা দরকার। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গৃহবধূদের এই সমস্যা বেশি হয়। অ্যান্টি ফাংগাল ট্যাবলেট ও মলম ব্যবহার করা দরকার। তবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -