Woolen Sweaters Washing: তুলে রাখার আগে এভাবে ধুয়ে নিন সোয়েটার ! নতুন লাগবে একদম
সোয়েটার তুলে রাখার আগে ভাল করে ধুয়ে নিতে হয়। কিন্তু এর ফাইবার আর পাঁচটা জামাকাপড়ের মতো নয়। তাই ধোয়ার সময় বেশ কিছু দিক খেয়াল রাখুন। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোয়েটার ধোয়ার সময় প্রথমেই ভিতরের দিকটি বাইরে নিয়ে আসুন। এতে কোনও ক্ষতি হলে, ভিতরের দিকে হবে। বাইরের দিকটা সুন্দর থাকবে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
সোয়েটার হাত দিয়ে ধোয়াই সবচেয়ে ভাল। তাই ওয়াশিং মেশিন থাকলেও ওর ভরসায় সাধের পোশাকটি ছেড়ে দেবেন না। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
হাত দিয়ে ঘষার সময় হালকা গরম জল ব্যবহার করতে পারেন। ময়লা সাফ করতে এটি সেরা। হালকা মানে কিন্তু হালকাই। জল বেশি গরম হলে দফারফা হবে সোয়েটার। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
সাধারণ কাপড় ধোয়ার ডিটারজেন্ট দিয়ে সোয়েটার ধোয়া একেবারেই উচিত নয়। এতে রোঁয়া রোঁয়া উঠতে থাকে। বাজার থেকে সোয়েটারের বিশেষ ডিটারজেন্ট কিনে নিন। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
লিকুইড ডিটারজেন্ট না পেলে বাড়িতে থাকা শ্যাম্পু দিয়েও ধুতে পারেন সোয়েটার। দেখে নিতে হবে এতে যেন ডাই না থাকে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
একান্ত ওয়াশিং মেশিনে সোয়েটার ধুতে হলে সবচেয়ে সফ্ট মোডে সেট করে রাখুন। স্পিনিং করে ধোয়া যাবে না। এতে ফাইবার নষ্ট হয়। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
সোয়েটার ধোয়ার পর জল ঝাড়ার জন্য পেঁচিয়ে জল বার করবেন না। বরং একটি টাওয়েল নিন। তার মধ্যে সোয়েটারটি রেখে টাওয়েল রোল করে নিন। এবার টাওয়েল সমেত পেঁচান। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
সোয়েটার কাচার সময় এর সঙ্গে অন্য কাপড় না কাচাই ভাল। এতেসোয়েটারের কোমলতা নষ্ট হয়ে যেতে পারে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
কোনও ব্রাশ ব্যবহার করা যাবে না। হাত দিয়ে ঘষেই ময়লা তুলতে হবে। একটু বেশিক্ষণ জলে চুবিয়ে রাখতে পারেন। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -