World AIDS Day 2022: আজ কেন বিশ্ব এইডস পালিত হয়?
মানবসভ্যতায় বিভিন্ন সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে নাজেহাল হতে হয়েছে মনুষ্য প্রজাতিকে। সেগুলির যদি তালিকা করা হয়, তাহলে অন্যতম উদ্বেগ এইচআইভি সংক্রমণ নিয়ে। এই ভাইরাসের সংক্রমণের কারণেই এইডস আক্রান্ত হতে পারেন কোনও ব্যক্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন এইডসে গড়ে আক্রান্ত হচ্ছেন সাড়ে ৫ হাজার মানুষ। এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ প্রাণঘাতী রোগে মারা গেছেন।
১৯৮৮ সালের পয়লা ডিসেম্বর থেকে প্রতি বছর এইডস দিবস পালন করা হয়। এই দিনটি পালনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যে সকল ব্যক্তিরা এমনও এই এইডস রোগে আক্রান্ত বা যারা এই কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মনে রেগেই এই দিনটি পালন করা হয়।
AIDS -আদতে একটি ক্রনিক ইমিউন ডিজিজ। অর্থাৎ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। HIV-ভাইরাসের সংক্রমণের ফলে এই রোগ হয়ে থাকে। যা বিভিন্ন রোগের সঙ্গে লড়ার জন্য শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ শক্তিকে একেবারে ধ্বংস করে দেয়।
মূলত অসুরক্ষিত যৌন সম্পর্ক, এক সিরিঞ্জের বহু ব্যবহার, ছুরি বা ব্লেডের অসুরক্ষিত ব্যবহারের মাধ্যমে একজনের থেকে আর একজনের দেহে ছড়িয়ে পড়ে এইডস।
১৯৮৮ সালে গ্লোবাল অন এইডসের পরিচালক জোনাথন মান ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন। সেই সময়ে এই দিবসের থিম ছিল যোগাযোগ। ২০১৭ সালের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস ঘোষণা করেন। আর তারপর থেকেই প্রতি বছর এই দিবসটি পালন করা হচ্ছে।
এইডস দিবস শুরু করার প্রথম পরিকল্পনা করেছিলেন সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এইডস সম্পর্কিত বিশ্ব কর্মসূচির দুজন তথ্য কর্মকর্তা জেমস ডব্লু বুন এবং টমাস নেটটার। তাঁরাই ১৯৮৭ সালের অগাস্ট মাসে প্রথম বিশ্ব এইডস দিবসের পরিকল্পনা করেছিলেন।
চলতি বছরে বিশ্ব এইডস দিবসের থিম ইকুয়েলাইজ (Equalize)। বিশ্বের সব নাগরিককে সচতেন করে বিশ্ব থেকে এইডস নির্মূল করার ডাক দেওয়া হয়েছে। বিশ্বে এইডস বা এইচআইভি আক্রান্তেপ চিকিৎসার যাবতীয় পরিকাঠামো যাবে সমানভাবে বণ্টিত হয় সেই দাবিও তোলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -