World Environment Day 2021 Quotes: আজ বিশ্ব পরিবেশ দিবস: প্রকৃতির সুরক্ষায় অনুপ্রেরণামূলক কিছু উদ্ধৃতি
পরিবেশের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরতে প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিকে সম্মান জানাতে এই নির্দিষ্ট দিনকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বে সবুজায়ন ও প্রকৃতির গুরুত্ব বোঝাতেই এই দিনটিকে পালন করা হয়। পরিবেশ দিবসের থিম রাখা হয়েছে 'ইকোসিস্টেম রেস্টোরেশন'। দেখে নেওয়া যাক বিশ্ব পরিবেশ দিবসে অনুপ্রেরণমূলক কিছু চিরন্তন উদ্ধৃতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবী আমাদের সকলের মধ্যে একই রকম। ওয়েন্ডেল বেরি। আমাদের একটাই ঘর-ডেভিড বেলিস
পৃথিবীতে শেষদিনেও আমি একটা বৃক্ষ রোপন করতে চাইব-ডব্লু এস মেরউইন
জাতীয় নিরাপত্তা পর্যায়ে পরিবেশকে রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের সম্পদের রক্ষা বহিঃশক্তিকে প্রতিরোধের মতোই গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্বে আর কী রক্ষা করার আছে? –রবার্ট রেডফোর্ড
একে আঘাত করো না-ভালো গ্রহ খুঁজে পাওয়া খুবই কঠিন-টাইম ভেবে দেখো যদি গাছ ওয়াইফাই সিগন্যাল দিত, তাহলে আমরা হয়ত আরও বেশি গাছ লাগাতাম,আর আমরা পৃথিবীকে সুরক্ষিতও করতে পারতাম। কিন্তু গাছ তো শুধু আমাদের নিঃশ্বাস গ্রহণের জন্য অক্সিজেন তৈরি করে। -অজানা
মানব সভ্যতাকে দীর্ঘদিন টিকে থাকতে হলে আমাদের পৃথিবীর মতো করে চিন্তা করতে হবে, পৃথিবীর মতো কাজ করতে হবে এবং পৃথিবী হয়ে উঠতে হবে। কারণ তুমি সেটাই। -সাধগুরু
যদি আমি জানতাম যে পৃথিবীটি আগামীকাল শেষ হবে, আজও আমি একটি গাছ লাগাব। মার্টিন লুথার কিং, জুনিয়র
সুখ প্রকৃতির একটি পরীক্ষা, তার অনুমোদনের প্রতীক। মানুষ যখন সুখী হয়, তখন সে নিজের এবং তার পরিবেশের সঙ্গে ঐক্যসূত্রে বাঁধা পড়ে। – অস্কার ওয়াইল্ড
কোনও কোনও মানুষের সুন্দর জীবনযাপনের সামর্থ্যের কারণ থাকতে পারে।তাঁরা এরজন্য কাজ করেছেন। কোনও অপচয় দেখলে আমার রাগ হয়। যখন আমি দেখি, যে জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি, সেগুলি কেউ ছুঁড়ে ফেলছে। -মাদার টেরেসা
মানুষ তর্ক করে। প্রকৃতি কাজ করে।-ভল্টেয়ার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -