World Hepatitis Day 2023 : হেপাটাইটিস নিয়ে ভুল ধারণাগুলি ভেঙে ফেলুন, জেনে নিন কোনটা ঠিক কোনটা ভুল
হেপাটাইটিস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোনও কোনও ক্ষেত্রে হেপাটাইটিস সঠিক চিকিৎসায় সেরে যায়। আবার কখনও রূপ নেয় মারণ রোগের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেপাটাইটিস হল যকৃতের প্রদাহ। অনেক কারণে হেপাটাইটিস হতে পারে। ভাইরাস ঘটিত সংক্রমণে, অত্যধিক অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে,কোনও কোনও ওষুধ টানা ব্যবহারের ফলে, অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণেও হেপাটাইটিস ছড়াতে পারে।
হেপাটাইটিস এ (এইচএভি), হেপাটাইটিস বি (এইচবিভি), হেপাটাইটিস সি (এইচসিভি), হেপাটাইটিস ডি, এবং হেপাটাইটিস ই সহ হেপাটোট্রপিক ভাইরাসগুলি লিভারকে সংক্রমিত করতে পারে এবং তার ফলেই ভাইরাল হেপাটাইটিস হতে পারে।
হেপাটাইটিসের সংক্রমণে যকৃতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এর ফলে রক্তে বিলিরুবিন-এর পরিমাণ বেড়ে যায়। সারা দেহে হলদেটে ভাব আসে। হেপাটাইটিস গুলির মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে ধরা হয় বি এবং সি ক্যাটেগরির ভাইরাস আক্রান্তদের।
হেপাটাইটিস এ, বি, ও ডি কে টিকাদানের দ্বারা প্রতিরোধ করা যেতে পারে। হেপাটাইটিস এ এবং ই মূলত দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়ায়।
হেপাটাইটিস বি ভাইরাসটি রক্ত কিংবা দেহনিঃসৃত তরলের মাধ্যমে ছড়ায়। কোনও অপারেশন বা চিকিৎসাগত কোনও কারণ রক্ত নিতে হলে, তাই কোথা থেকে রক্ত নেওয়া হচ্ছে , সে বিষয়ে সতর্ক থাকা দরকার। সেই সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কও হেপাটাইটিস বি-এর কারণ হতে পারে।
মনে রাখতে হবে, লালার মাধ্যমে একজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই । এভাবে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই বিরল। তবে হেপাটাইটিস আক্রান্তের শরীরের তরল, রক্ত, বীর্য, যৌন সংসর্গ ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
মনে রাখতে হবে, হেপাটাইটিস একটি বংশগত রোগ নয় । উত্তরাধিকারসূত্রে হয় না। কিন্তু হেপাটাইটিস বি জন্মের সময় মা থেকে সন্তানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং শরীরের তরল এবং কিছু দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়াতে পারে।
যদিও হেপাটাইটিস A এবং B এর জন্য ভ্যাকসিন পাওয়া যায়, বর্তমানে কোনও টিকাই হেপাটাইটিস সি-র বিরুদ্ধে রক্ষাকবচ দিতে পারে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -