World Oceans Day 2021: জীবন এবং জীবিকার অঙ্গ সমুদ্র, সচেতন হওয়ার বার্তা রাষ্ট্রসঙ্ঘের
সারা বিশ্বের ৭০ ভাগ জল। যা আমাদের গ্রহের ৯০ শতাংশের বেশি। এর মধ্যে ৯৭ শতাংশ জল পাওয়া যায় সমুদ্র থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমুদ্র আমাদের খাবার থেকে বেঁচে থাকা রসদ জোগায়। কিন্তু বহু ক্ষেত্রেই আমাদের অসচেতনতার জন্য আজ সমুদ্র দূষণ বাড়ছে।
সমুদ্রে জাহাজ থেকে তেলের নির্গমন থেকে বর্জ্য পদার্থ ফেলা বা ভেসে আসার জন্য বাড়ছে দূষণ
সমুদ্রের গুরুত্ব মনে করানোর জন্য প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস।
রাষ্ট্রপুঞ্জ এদিন সমুদ্রের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে, সমুদ্র ও সামুদ্রিক প্রাণী রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে করে নানা অনুষ্ঠান।
১৯৯২-এ ব্রাজিলের রিও ডি জেনেইরোয় প্রকৃতি ও উন্নয়ন নিয়ে তাদের একটি কনফারেন্স হয়। তারপর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস।
২০০৮-এ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ঠিক করে, ২০০৯-এর ৮ জুন দিনটি বিশ্ব সমুদ্র দিবস হিসেবে স্বীকৃতি দেবে তারা।
এ বছরের বিশ্ব সমুদ্র দিবসের থিম হল দ্য ওসেন লাইফ এন্ড লাইভলিহুড। যার অর্থ জীবন এবং জীবিকার অঙ্গ সমুদ্র।
রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র দূষণও বাড়ছে। সমুদ্র দূষণ কমাতে সংযত হওয়ার বার্তা দিয়ে থাকে রাষ্ট্রসঙ্ঘ।
সমুদ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমুদ্রে প্লাস্টিক ফেলে দূষিত করা, জলস্তর হ্রাস, জলের মান খারাপ হয়ে যাওয়া, সামুদ্রিক প্রাণী হত্যা নিয়ে আলোচনা হয়ে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -