World Oceans Day 2021: জীবন এবং জীবিকার অঙ্গ সমুদ্র, সচেতন হওয়ার বার্তা রাষ্ট্রসঙ্ঘের
ফাইল ছবি
1/10
সারা বিশ্বের ৭০ ভাগ জল। যা আমাদের গ্রহের ৯০ শতাংশের বেশি। এর মধ্যে ৯৭ শতাংশ জল পাওয়া যায় সমুদ্র থেকে।
2/10
সমুদ্র আমাদের খাবার থেকে বেঁচে থাকা রসদ জোগায়। কিন্তু বহু ক্ষেত্রেই আমাদের অসচেতনতার জন্য আজ সমুদ্র দূষণ বাড়ছে।
3/10
সমুদ্রে জাহাজ থেকে তেলের নির্গমন থেকে বর্জ্য পদার্থ ফেলা বা ভেসে আসার জন্য বাড়ছে দূষণ
4/10
সমুদ্রের গুরুত্ব মনে করানোর জন্য প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস।
5/10
রাষ্ট্রপুঞ্জ এদিন সমুদ্রের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে, সমুদ্র ও সামুদ্রিক প্রাণী রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে করে নানা অনুষ্ঠান।
6/10
১৯৯২-এ ব্রাজিলের রিও ডি জেনেইরোয় প্রকৃতি ও উন্নয়ন নিয়ে তাদের একটি কনফারেন্স হয়। তারপর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস।
7/10
২০০৮-এ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ঠিক করে, ২০০৯-এর ৮ জুন দিনটি বিশ্ব সমুদ্র দিবস হিসেবে স্বীকৃতি দেবে তারা।
8/10
এ বছরের বিশ্ব সমুদ্র দিবসের থিম হল দ্য ওসেন লাইফ এন্ড লাইভলিহুড। যার অর্থ জীবন এবং জীবিকার অঙ্গ সমুদ্র।
9/10
রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র দূষণও বাড়ছে। সমুদ্র দূষণ কমাতে সংযত হওয়ার বার্তা দিয়ে থাকে রাষ্ট্রসঙ্ঘ।
10/10
সমুদ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমুদ্রে প্লাস্টিক ফেলে দূষিত করা, জলস্তর হ্রাস, জলের মান খারাপ হয়ে যাওয়া, সামুদ্রিক প্রাণী হত্যা নিয়ে আলোচনা হয়ে থাকে।
Published at : 08 Jun 2021 11:32 AM (IST)