World Paper Bag Day:পেপারব্যাগের দিন? কোথা থেকে এল ওয়ার্ল্ড পেপারব্যাগ ডে?
প্লাস্টিকের দূষণ ও বিকল্প উপকরণের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে আন্দোলন চলছে। আর প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পেপারব্যাগের ব্যবহারে অনেক দিন ধরেই জোর দিচ্ছেন পরিবেশ আন্দোলনকারীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, ১২ জুলাই, ওয়ার্ল্ড পেপারব্যাগ ডে। প্লাস্টিকের ব্যাগের বিকল্প হিসেবে এই পেপারব্যাগ কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তা ছড়িয়ে দিতেই মূলত দিনটি উদযাপন করা হয়।
পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে পেপারব্যাগ পরিবেশবান্ধব। সহজে পুনর্নবীকরণও করা যায় এটি।
ফ্রান্সিস ওয়ল ১৮৫২ সালে প্রথম পেপারব্যাগ মেশিন তৈরি করেন। তার পর থেকেই বিপুল পরিমাণে পেপারব্যাগ তৈরি শুরু হয়।
প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পেপার ব্যাগের উপর ভরসা বাড়াতে আন্দোলনও জোরদার হতে থাকে এর পর থেকেই।
১৯৯৯ সালে সান ফ্রান্সিসকো প্রথম মুদিখানা ও ওষুধের দোকানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার আইনত নিষিদ্ধ করে।
ধীরে ধীরে বহু দেশই কম-বেশি এক পথে হাঁটে। বিকল্প হিসেবে পেপারব্যাগের উপর নির্ভরতা বাড়াতে চেয়ে আন্দোলনের তীব্রতা বাড়ে।
এখন ওয়ার্ল্ড পেপারব্যাগ ডে রীতিমতো আন্তর্জাতিক একটি ইভেন্ট। কুচকাওয়াজ থেকে বিভিন্ন ধরনের উৎসব, পেপারব্যাগ উদযাপনে সবই করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -