Year Ender 2021: সেরে উঠুক পৃথিবী, বর্ষবিদায়ের রাত হোক ঝলমলে
তিক্ত-মিষ্টি অভিজ্ঞতা নিয়েই কেটেছে ২০২১। আর কয়েক দিনেই সব ঠিক হয়ে যাবে, তার গ্যারান্টি নেই যদিও। কিন্তু বিদায়ী বছরের শেষ রাতটুকু যদি ঝলমলে হয়, ক্ষতি কী!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনায় ঘরকুনো হওয়ার সুফল মিলেছে। বাড়তি খরচ বেঁচে গিয়েছে অনেক। বর্ষবিদায়ের রাতে তাই খরচে বাধা নেই। রঙিন সফ্টড্রিঙ্কে স্বাগত জানান অতিথিদের।
পার্টি হবে ছিমছাম, অথচ একঘেয়ে লাগবে না কারও। ফোটোবুথ তৈরি করে চমকে দিতে পারেন বন্ধুদের।
শীতের রাত, বনফায়ার আর কাছের মানুষ। আর কী চাই! জমে উঠুক গল্প-গুজব।
গানেই প্রাণ। গিটারের টুংটাং অথবা পুরনো দিনের গান। পার্টি জমাতে চাই-ই চাই।
আউটডোর গেম রাখতে পারেন পার্টিতে। আবার ছোটবেলার আগোছালো খেলাও ফিরিয়ে আনতে পারেন।
পেট ভরলে, জমবে আড্ডাও। বিশেষ দিনে টেবিলসজ্জার দিকে খেয়াল রাখুন, যাতে টেবিলে বসেই কেটে যায় এক-দু'ঘণ্টা।
বিশেষ দিনে যাঁদের ডেকেছেন, তাঁরা নিশ্চয়ই কাছের মানুষ। তাঁদের পছন্দের খাবার টেবিলে রাখতে পারেন।
খাবার টেবিলে এক বছর ফিরে দেখা আর ডেজার্ট হাতে গসিপ, বছরের শেষ রাত একেবারে জমে ক্ষীর।
আড্ডা শেষে যে যার বাড়ি। পরের দেখা নতুন বছরে। তাই ফ্রেমবন্দি হোক নতুন বছরের রেজলিউশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -