Chhath Puja 2021: দিল্লিতে ভয়ঙ্কর দূষণের কবলে যমুনা, বিষাক্ত সাদা ফেনায় ভর্তি নদী, তার মধ্যেই ছট পুজোর পুণ্যস্নান!
দিল্লিতে যমুনা নদীতে ভয়ঙ্কর দূষণ। জলের ওপর ভাসছে বিষাক্ত ফেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছটপুজো উপলক্ষে সোমবার ছিল প্রথম স্নানের দিন। দেখা যায়, দূষিত জলেই স্নান ছাড়ছেন পুণ্যার্থীরা।
আজ এই ছবি দেখা গিয়েছে দিল্লির কালিন্দি কুঞ্জে।
দূষিত জলে স্নান করার ফলে আশঙ্কা রয়েছে চর্মরোগ হওয়ার। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পুণ্যার্থীরা।
যমুনার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরাও।
যমুনা নদীর জল পবিত্র হিসেবে পুণ্যার্থীদের কাছে পরিচিত। কিন্তু দূষণের জেরে এখন জল না, শুধু ফেনাই দেখা যাচ্ছে।
পরিবেশকর্মীরা জানিয়েছেন, যমুনার জলে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণেই এরকম ফেনা দেখা যাচ্ছে।
পরিবেশকর্মীরা আরও জানিয়েছেন, কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর জলে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে।
দূষিত নদীতে এভাবে অসংখ্য মানুষের পুণ্যস্নান স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।
দীপাবলির আগেই দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছিল। এবার যমুনাতেও দূষণ ছড়াল।
যমুনার জলে দূষণ নিয়ে দিল্লি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
আম আদমি পার্টি অবশ্য বিজেপি-র অভিযোগ অস্বীকার করে পাল্টা ছটপুজোর জন্য ঘাট তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -