Fodder Scam Case: ডোরান্ডা ট্রেজারি কেসে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, কতটা ব্যাপক এই কেলেঙ্কারি?
পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজারি কেসে দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২১ ফেব্রুয়ারি এই মামলায় লালুর সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত
বেআইনিভাবে ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় পশুখাদ্য মামলা এটি
১৯৯৬ সালে এই কেলেঙ্কারির কথা জানা যায়। তবে তদন্তকারীরা জানিয়েছেন, সাতের দশক থেকেই শুরু হয় পশুখাদ্য কেলেঙ্কারি। নাম জড়ায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর
১৯৯৬ সালে সিবিআই ডোরান্ডা পশুখাদ্য মামলায় মামলা দায়ের করে। ১৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
এই পশুখাদ্য মামলায় লালু ছাড়াও প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, বিহারের তৎকালীন প্রাণীসম্পদ দফতরের সচিব ড. আর কে রানা, প্রাণীসম্পদ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে এম প্রসাদ অভিযুক্ত
লালু বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির কথা জানা যায়। তদন্ত শুরু করে সিবিআই
এর আগেও পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন লালু। তাঁর কারাদণ্ডও হয়েছে। ফের দোষী সাব্যস্ত হলেন তিনি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -