Bank Stike Photos: ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন নানা প্রান্তে ভোগান্তির ছবি
আটকে রয়েছে চেক, থমকে গিয়েছে টাকা তোলা আর জমা দেওয়ার কাজ। টাকা নেই বেশিরভাগ এটিএম-এই। দেশজোড়া ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন ভোগান্তির ছবি নানা প্রান্তে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির হুঁশিয়ারি, কেন্দ্র বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে না সরলে, কৃষক আন্দোলনের ধাঁচে লাগাতার বিক্ষোভ চলবে।
চাপের মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য আশ্বাস দিয়েছেন, সব ব্যাঙ্কের বেসরকারিকরণ হচ্ছে না।
শনি ও রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ ছিল। তারপর সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের জেরে দুর্ভোগে মানুষ।
ধর্মঘটের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা মুখ থুবড়ে পড়ার অভিযোগ সামনে এসেছে।
ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন বহু জায়গায় এটিএমে পাওয়া যায়নি টাকা। বিভিন্ন প্রয়োজনে যাঁরা টাকা তুলতে গিয়েছিলেন, তাঁদের অনেককেই নিরাশ হয়ে ফিরতে হয়।
আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের দাবি, শুধুমাত্র তাঁদের কর্মসুরক্ষার স্বার্থে এই ধর্মঘট নয়, সাধারণ মানুষের কষ্টের সঞ্চয়ের সুরক্ষাও এর সঙ্গে জড়িয়ে।
এরই মধ্যে কেন্দ্রের বিমা সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার ধর্মঘট ডেকেছে সাধারণ বিমা শিল্প। বৃহস্পতিবার ধর্মঘটে নেমে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন জীবন বিমা নিগম বা এলআইসির কর্মী এবং অফিসারেরা।
বিমাক্ষেত্রে প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানিয়ে নিজেদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় ব্যাঙ্কিং ক্ষেত্রের ৯টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটে সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলন সংগঠন। এবার সেই কৃষক আন্দোলনের ধাঁচে লাগাতার বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ব্যাঙ্ক কর্মীরা।
ধর্মঘটী ব্যাঙ্ককর্মীদের দাবি ছিল, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। এদিন চাপের মুখে, সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে না বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
ধর্মঘটী ব্যাঙ্ককর্মীদের সমর্থন জানিয়ে ট্য়ুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেছেন, লাভের অঙ্ক আত্মসাৎ আর লোকসানের রাষ্ট্রীয়করণ করছে কেন্দ্রীয় সরকার। মোদির বন্ধুদের কাছে রাষ্টায়ত্ত ব্যাঙ্কগুলিকে বিক্রি করে দিয়ে দেশের আর্থিক সুরক্ষার সঙ্গে মারাত্মক ভাবে আপস করা হচ্ছে। ধর্মঘটী ব্যাঙ্ককর্মীদের পাশে আছি।
কেন্দ্রের নীতি এবং ব্যাঙ্ককর্মীদের এই আন্দোলনের মাঝে পড়ে সমস্যায় সেই সাধারণ মানুষই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -