Poll Campaign Pics: দেওয়াল লিখলেন বাবুল, সাইকেলে চড়লেন লাভলি, অভিনব প্রচারে প্রার্থীরা
সাদা পাঞ্জাবি, করোনা সতর্কতায় মুখে মাস্ক। কুঁদঘাট এলাকায় হেঁটেই প্রচার শুরু করলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন, তাঁকে হাতের কাছে পেয়ে ফুল ছুড়ে স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। টালিগঞ্জ আসনে বাবুলের প্রতিপক্ষ অরূপ বিশ্বাস। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনব প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থীর। এদিন সবুজসাথী সাইকেলে চড়ে এলাকায় প্রচার করলেন অভিনেত্রী লাভলি মৈত্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু। সংযুক্ত মোর্চার সমর্থনে এখানে সিপিএমের টিকিটে লড়ছেন শুভম বন্দ্যোপাধ্যায়।
নিজের পাড়াতেই আজ প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে বাড়ি বাড়ি ঘুরে ভোট দেওয়ার আবেদন জানান বাম প্রার্থী। গত ৩০ বছরে একই আসনে প্রার্থী অশোক ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের ভোটে ২০১১-য় একবার মাত্র হেরেছেন এই আসনে।
আলমবাজার এলাকায় প্রচার করলেন বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়। বহুদিনের পরিচিত এলাকা। বাজার থেকে শুরু অলিগলিতে ঘুরলেন তৃণমূল প্রার্থী।
প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। কখনও পায়ে হেঁটে, কখনও মোটরবাইকে চড়ে চলল প্রচার। পথসভা করে জনসংযোগ করছেন বাম প্রার্থী।
মায়ের আশীর্বাদ নিয়ে নামবেন নির্বাচনী প্রচারে। তার আগে আজ সপরিবারে তারাপীঠে পুজো দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সুজিত বসু।
শিলিগুড়ি শহরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। এরপর ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে চলল প্রচার।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনও গরুর গাড়ি আবার কখনও মোষের গাড়িতে চড়ে অভিনব প্রচার করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়।
সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন সোনারপুর উত্তরের বাম ও তৃণমূল প্রার্থী। এদিন বনহুগলি এলাকায় আবাসনগুলিতে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মোনালিসা সিন্হা।
ভোটের আগে, তুঙ্গে নির্বাচনী প্রচার। হুগলির উত্তরপাড়া কেন্দ্রে থেকে এবারও প্রার্থী হয়েছেন গতবারের বিধায়ক প্রবীর ঘোষাল। কিন্তু, বদলে গেছে রাজনৈতিক রং। তৃণমূল ছেড়ে এসে, বিজেপির টিকিটে লড়ছেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক। কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সদ্য তৃণমূলত্যাগী উত্তরপাড়ার বিজেপি প্রার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -