PM Modi in Denmark: ছবির মতো সুন্দর ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদি
তিনদিনের ইউরোপ সফরে আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডারিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রথমে একক বৈঠক করেন। তারপর দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর বৈঠকে গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বায়ুশক্তি ও গ্রিন হাইড্রোজেন, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য, জলপথে পণ্য পরিবহণ, জল, সুমেরু অঞ্চল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী ভারতে ডেনমার্কের সংস্থাগুলির ইতিবাচক অবদানের বিষয়টি উল্লেখ করেছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী আবার সেদেশে ভারতীয় সংস্থাগুলির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন। দুই প্রধানমন্ত্রীই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন।’
২০২১-এর অক্টোবরে ভারত সফরে এসেছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তারপর থেকে দু’দেশের সম্পর্ক ও বোঝাপড়ার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, জলপথে পণ্য পরিবহণ ও জলের বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
আজকের বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বনজ সম্পদ বৃদ্ধি, বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহারের বিষয়ে ভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রী একমত হয়েছেন বলে জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালেয়েন্সের কার্যকলাপের বিষয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।
আজ ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। একটি পাহাড়ের উপর অষ্টাদশ শতকে তৈরি এই ভবনের চারপাশের দৃশ্য অসাধারণ। গাছপালা ও হ্রদ দিয়ে ঘেরা ভবনটি। সেখানেই আজ দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়। তাঁরা মখমলের মতো ঘাসে মোড়া লনে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ কথা বলেন।
১৯৬২ থেকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবনটি ব্যবহার করছেন। ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী যখন ২০২১-এ ভারত সফরে এসেছিলেন, তখন তাঁকে ওড়িশার পটচিত্র উপহার দেন মোদি। সেই শিল্পকর্মটি ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবনে আছে। আজ সেটি দেখেন মোদি।
আজ প্রধানমন্ত্রী মোদি কোপেনহেগেনে পৌঁছনোর পর তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী। ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা ভারতীয় পোশাকে মোদিকে স্বাগত জানাতে হাজির হন। মোদিকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তিনি ভারতীয়দের প্রশংসা করেন।
ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক, বোঝাপড়া বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, নিরাপত্তার বিষয়েও ভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রেও দু’দেশ একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করবেন। প্রধানমন্ত্রী মোদি আবার জানিয়েছেন, ২০২৫-২৬ সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের অস্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করবে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -