IPL 2022: আইপিএলে বাউন্ডারি হাঁকানোয় ওরা পারদর্শী, তালিকায় সেরা ৫ বিদেশি
তালিকায় সবার ওপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার আইপিএলে দিল্লি, সানরাইজার্সের হয়ে খেলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে ১৫৭ ম্যাচে এখনও পর্যন্ত ৫৪২টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাঁহাতি এই তারকা ওপেনার।
আইপিএলের কথা উঠলেই উঠে আসবে এবিডির নাম। গত বছরই ক্রিকেটের সবরকম ফর্ম্যাট থেকে অবসর নেওয়া এবিডি রয়েছেন তালিকায়।
আরসিবির হয়ে আইপিএলের বেশিরভাগ সময় খেলেছেন। আগে দিল্লির হয়েও খেলেছেন। ১৮৪ ম্যাচে সংগ্রহ ২১৩ বাউন্ডারি।
নিউজিল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম এই তালিকায় রয়েছেন। আইপিএলে কেকেআর, গুজরাত লায়ন্স ও আরসিবির হয়ে খেলেছেন।
১০৯ ম্যাচ ম্যাকালামের ঝুলিতে সংগ্রহ ২৯৩টি বাউন্ডারি। আইপিএলের উদ্বোধনী ম্যাচের টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন।
ক্রিস গেল ইউনিভার্সাল বস নামে পরিচিত। তিনি আইপিএলে কলকাতা, পাঞ্জাব ও আরসিবির হয়ে খেলেছেন।
টুর্নামেন্টে ১৪২ ম্যাচে ৪০৫টি বাউন্ডারি এখনো পর্যন্ত হাঁকিয়েছেন ক্রিস গেল।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসনও রয়েছেন এই তালিকায়। কেরিয়ারের দীর্ঘ সময় রাজস্থানে খেলা ওয়াটসন শেষদিকে চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন।
চেন্নাইয়ের হয়ে আইপিএল জয়ী ওয়াটসন ১৪৫ ম্যাচে ৩৭৬ টি বাউন্ডারি হাঁকিয়েছেন। বর্তমানে দিল্লির সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -