Kovind Village Visit: 'গ্রামের ছেলে রাষ্ট্রপতি হবে ভাবিনি', জন্মভিটের মাটি ছুঁয়ে বললেন কোবিন্দ
বিমান থেকে নেমে মাটিকে ছুঁয়ে প্রণাম করলেন। তাঁর জন্মভিটে। রবিবার কানপুরের পারাউঙ্খ গ্রামে পৌঁছে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যে গ্রাম থেকে শুরু হয়েছিল রাইসিনা হিলসের যাত্রা, ঘুরে দেখলেন সেই গ্রামকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গ্রামের স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গা ও মন্দির ঘুরে দেখে রাষ্ট্রপতি।
গ্রামে পৌঁছে কোবিন্দ বললেন, 'এই গ্রামের স্মৃতি আমার মনে সদা উজ্জ্বল। দীর্ঘ এই যাত্রায় আমার সঙ্গী হয়েছে জন্মভিটের গন্ধ। এই গ্রাম আমায় সবসময় এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে।'
কোবিন্দ আরও বলেন ‘আমি ভাবতে পারিনি, কোনওদিন এমনই এক সাধারণ গ্রামের ছেলে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদের দায়িত্ব পাবেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সত্যি করে তুলেছে।’
এদিন গ্রামের পাথরি দেবী মন্দিরে যানও যান কোবিন্দ। সেখানেও সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এরপর আম্বেদকর ভবনেও যান তিনি। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
ফেরার সময় ট্রেনে করেই ফেরেন কোবিন্দ। দিল্লির সফদরজং স্টেশন থেকে কানপুর পর্যন্ত ট্রেনেই ফিরলেন তিনি।
এই যাত্রাকে কোবিন্দ 'স্মরণীয় যাত্রা' ও গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
২০০৬ সালে এপিজে আবদুল কালাম ট্রেনে করে যাত্রা করেছিলেন। তারপর ২০২১ সালে ট্রেনে করে যাতায়াত করলেন কোনও রাষ্ট্রপতি
ছবি সৌজন্যে: Twitter/@rashtrapatibhvn
- - - - - - - - - Advertisement - - - - - - - - -