Indian Evergreen Singers: বলিউডের সঙ্গীত জগতকে আলোকিত করে রেখেছেন এই তারকারাই
পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর। বলিউড, টলিউডের প্রচুর ছবিতে গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠেছিল আশার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশির দশকের শেষে ও নব্বইয়ের দশকে বিখ্যাত সঙ্গীতশিল্পী ছিলেন উদিত নায়ারণ। নিজের প্রচুর অ্যালবাম রয়েছে তাঁর। এছাড়াও তেরে নাম, দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে-র মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন তিনি।
কেয়া হোয়া তেরা ওয়াদা, লিখে জো খত তুঝে-র মতো বিখ্য়াত গানগুলো শুনলেই মহম্মদ রফির কথা মনে পড়ে যায়। ষাট, সত্তরের দশকের বিখ্যাত সঙ্গীত পরিচালক। দেশের অন্যতম সেরা মিউজিক কম্পোজার, পরিচালকের মধ্যে তিনি অন্যতম।
বলিউডের অন্যতম সুদর্শন সঙ্গীতশিল্পী। তাঁর গানে আট থেকে অষ্টাদশী সবাই মুগ্ধ। বর্ডার, কাল হো না হো-র মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছে। প্রচুর বাংলা ছবিতেও গান গেয়েছেন সোনু।
'গজল কিং' হিসেবেই পরিচিত প্রয়াত জগজিৎ সিংহ। গজল ঘরানার সঙ্গীতে তাঁকে কিংবদন্তী মানা হয়। আর্থ, সাথ সাথ, প্রেমগীত, তুম বিন-এর মতো ছবিতে জগজিৎ সিংহ গান গেয়েছেন।
প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী কিশোর কুমার। ষাট ও সত্তরের দশকের একাধিক বিখ্যাত বলিউডি ছবির মিউজিক কম্পোজ করেছেন তিনি। প্রচুর গান নিজেও গেয়েছেন। একাধারে মিউজিক ডিরেক্টর, সঙ্গীতশিল্পী ও অভিনেতাও ছিলেন কিশোর।
সঙ্গীত সাম্রাজ্ঞী বলা হয় লতা মঙ্গেশকরকে। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন লতা মঙ্গেশকর। হাম আপকে হ্যা কৌন, বীরজারা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মহব্বতের মতো একাধিক ছবিতে তাঁর জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় মহিলা সঙ্গীতিশল্পীদের মধ্যে উল্লেখযোগ্য অলকা ইয়াগনিক। ধড়কন, রাজা হিন্দুস্তানি, কুছ কুছ হোতা হে সহ প্রচুর ছবিতে গান গেয়েছেন অলকা।
৬৩ বছরের কুমার শানু নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। আশিকি, দিলওয়ালে, বাজিগরের মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন সানু।
বলিউডের কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম আশা ভোঁসলে। পদ্মবিভূষণ প্রাপ্ত আশা তাঁর কেরিয়ারে বলিউড ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -