Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Lockdown: শুনশান শহর কলকাতা, কার্যত লকডাউন ফিরিয়ে দিল ২০২০-র স্মৃতি
করোনা মোকাবিলায় ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন। শুনশান রাস্তাঘাট, রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। করোনার দ্বিতীয় ঢেউ ফেরাল ২০২০ সালের ভয়াবহ স্মৃতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংক্রমণে লাগাম টানতে আজ থেকে বন্ধ লোকাল ট্রেন, মেট্রো। বাস, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। ছাড় শুরু জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের যাতায়াতে। নিয়ম ভাঙলে অতিমারী আইনে ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের।
করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার!রবিবার থেকে ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত জারি হয়েছে লকডাউন। এই প্রেক্ষাপটে পরিবহণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বন্ধ থাকবে আন্তরাজ্য বাস এবং ফেরি পরিষেবাও।
রাজ্যের তরফে দেওয়া নির্দেশিকার বলা হয়েছে, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, ভ্যাকসিনেশন সেন্টার, টার্মিনাল পয়েন্টে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আওতার বাইরে থাকছে সংবাদমাধ্যমের গাড়ি।
image 5
image 6
করোনা আতঙ্কে বাজার ফাঁকা, জানিয়েছেন গড়িয়া বাজারের বিক্রেতারা। অন্যদিকে, করোনা মোকাবিলায় কার্যত লকডাউন জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা।
অন্য রবিবারের তুলনায় আজ অনেকটাই ফাঁকা মানিকতলা বাজার। মাইকে সতর্কতামূলক প্রচার করছেন সিভিক ভলান্টিয়াররা।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের যাতাযাতে বাধা থাকবে না। দূরপাল্লার ট্রেন চলবে। করোনা বিধি মেনেই এয়ারপোর্ট খোলা থাকবে। এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে গাড়িকে ছাড় দেওয়া হবে। অক্সিজেন, অত্যাবশ্যকীয় পণ্য, যেমন খাবার, দুধ, ডিম, মাংস, মাছ, পেট্রোল-ডিজেলের গাড়িকে বিধি নিষেধের বাইরে রাখা হয়েছে।
অন্যদিকে সামান্য কমলেও দেশে দৈনিক সংক্রমিত সোয়া ৩ লক্ষের বেশি। টানা ৪দিন পর মৃত্যুর সংখ্যা ৪ হাজারের নীচে। এই অবস্থায় ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা, গতবছরের তুলনায় আরও বাড়বে মৃত্যু।
দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের ছাড়াল চার হাজার। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ লক্ষের বেশি। চিকিত্সা, ভর্তি বা টিকাকরণে বাধ্যতামূলক নয় আধার, ঘোষণা কেন্দ্রের। দিল্লিতে ৭দিন বাড়ল লকডাউন।
সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা বাজার। তারপরেও মুচিপাড়া বাজারে থিকথিকে ভিড়। তুলনায় ফাঁকা গড়িয়াহাট, মানিকতলা বাজার। জলপাইগুড়িতে বাজার বন্ধে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -