Model Code of Conduct: নির্বাচনী আদর্শ আচরণবিধি কী? কবে প্রথম জারি হয় নির্দেশিকা?
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফা কাল। উত্তরপ্রদেশে কাল শেষ দফার ভোটগ্রহণ। এরপর বৃহস্পতিবার পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদর্শ আচরণবিধি জারি করা হয়। বারবার রাজনৈতিক নেতা-নেত্রীদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করারও অভিযোগ ওঠে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৯৬০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি করা হয়। সেবার কেরলে বিধানসভা নির্বাচন হয়। এক্ষেত্রে সারা দেশকে পথ দেখায় কেরল।
ভোটের বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আশা করা হয় সব রাজনৈতিক দল, প্রার্থী ও প্রচারে যাওয়া ব্যক্তিরা আদর্শ আচরণবিধি মেনে চলবেন।
অবাধ ও ন্যায়সঙ্গত ভোটগ্রহণ যাতে হয়, সেটা নিশ্চিত করার জন্যই নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি করা হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার মুহূর্ত থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত জারি থাকে আচরণবিধি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আদর্শ আচরণবিধি সংক্রান্ত নিয়ম সময়ের সঙ্গে বদলাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক দলগুলির ওয়েবসাইটে যে বিষয়গুলি পোস্ট করা হয়, সেগুলিও আদর্শ আচরণবিধির আওতায় থাকে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টের উপর নজরদারি শুরু করে নির্বাচন কমিশন।
আদর্শ আচরণবিধিতে বলা হয়, ভোটের প্রচার চলাকালীন এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না, যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে। কারও সমালোচনা করতে হলে, কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।
আদর্শ আচরণবিধিতে আরও বলা হয়, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা যাবে না। কোনও ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না।
রাজনৈতিক সভা সম্পর্কে আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে, স্থানীয় পুলিশকে আগেই নির্দিষ্ট স্থান ও সময় জানিয়ে দিতে হবে। যেখানে রাজনৈতিক সভা হবে, সেখানে মাইক্রোফোন, লাউডস্পিকার ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রচার করা যাবে না।
মিছিল, রোড শো সম্পর্কে আচরণবিধিতে বলা হয়েছে, আগে পুলিশ-প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি একাধিক প্রার্থী বা রাজনৈতিক দল একই জায়গায় মিছিল করতে চায়, তাহলে কোনওরকম সংঘর্ষ বা যানজট যাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে আয়োজকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -