Ranveer Singh Pics: পেশীবহুল শরীর, নজকাড়়া লুকসে রণবীরের ছবি ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিংহের ছবি। পেশীবহুল চেহারায় রণবীরের হট লুকস। (সব ছবি সৌজন্যে রণবীর সিংহের সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'৮৩' ছবির অভিনেতার জিম সেশনের ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিই ভাইরাল।
নিজের পোস্টে রণবীর আরও লিখেছেন যে, 'আমাকে কেউ কিছু দেয়নি।'
বলিউডে তাঁর ১১ বছরের কেরিয়ারে রণবীর তাঁর কঠোর পরিশ্রম করেছেন। এমনকী জনপ্রিয়তাও রণবীরের আকাশছোঁয়া।
রণবীরের উল্লেখযােগ্য ছবিগুলো হল- লুটেরা, পদ্মাবৎ, দিল ধড়কনে দো, বাজিরাও মস্তানি।
ওয়ার্ক আউটের সময় টোনড মাশল দেখা গিয়েছিল রণবীরের। নতুন হেয়ার স্টাইলও ভাইরাল হয়েছে তাঁর।
নিজের লুকস নিয়ে বরাবরই সচেতন রণবীর সিংহ। বলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম স্টাইলিস্ট একজন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ধরণের ছবি পোস্ট করেছিলেন তিনি।
কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ওপর বানানো ছবি '৮৩'- তে দেখা যাবে রণবীর সিংহকে। সেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
কিছুদিন আগেই বিজ্ঞাপনী শ্যুটিংয়ে ক্রিকেটার অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা গিয়েছিল রণবীর সিংহকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -