Rahul Gandhi Photos: রাহুল গাঁধীকে ভারতের ‘ডুমসডে ম্যান’ বলে কটাক্ষ
শনিবার লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর অভিযোগ, বারবার ভুয়ো তথ্য দিয়ে দেশকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল। তারই জবাব দিলেন নির্মলা।
রাহুলকে ‘ভারতের ডুমসডে ম্যান’ বলে কটাক্ষ করেছেন নির্মলা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ, যারা দেশের ক্ষতি করতে চাইছে, তাদের সুরেই কথা বলছেন রাহুল।
নির্মলার অভিযোগ, দেশের প্রতি আস্থা নেই রাহুলের। তিনি বারবার দেশের অপমান করছেন।
করোনা অতিমারীর সময়েও রাহুল দেশের অপমান করেছেন বলে দাবি নির্মলার।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন রাহুল। তিনি মোদি সরকারের বিরুদ্ধে দেশের দুই শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করেন। এরই জবাব দিলেন নির্মলা।
মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসের শাসনকালে কেন কৃষকদের ঋণ মকুব করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন নির্মলা।
পঞ্জাবের ‘কৃষক-বিরোধী’ আইন নিয়েও রাহুলকে কটাক্ষ করেছেন নির্মলা।
কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ৩ কৃষি আইন কেন কৃষক-বিরোধী, সে বিষয়ে রাহুলের অন্তত একটি যুক্তি তুলে ধরা উচিত ছিল বলেও কটাক্ষ করেছেন নির্মলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -