গোলাপে গাঁধীগিরি থেকে গাড়ি ভাঙচুর, একঝলকে বনধ চিত্র

মিছিল করে এসে চিড়িয়া মোড়ে জড়ো হন ধর্মঘটীরা। রাস্তা অবরোধের চেষ্টা করায়, পুলিশ বাধা দেয়। পুলিশের হাতে গোলাপ তুলে দেন ধর্মঘটীরা। এরপরই শুরু হয় বচসা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এন্টালিতে গাড়ি ভাঙচুর ধর্মঘটীদের। জোর করে বন্ধ করে দেওয়া হল দোকান।

দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে রাস্তায় বেঞ্চ পেতে পথ অবরোধ ধর্মঘটীদের।
এন্টালিতে বনধকে কেন্দ্র করে ধুন্ধুমার। জোর করে ধর্মঘটীরা বন্ধ করে দেন দোকান।
বর্ধমানে আইটিআই-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার পথে, বামেদের ধর্মঘটে পাণ্ডুয়া স্টেশনে আটকে পড়েন কলেজছাত্রী। রেল অবরোধ তুলে নিতে অনুরোধ জানান তিনি। শেষে স্টেশন চত্বরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন তিনি।
হাওড়ার বালিতে ধর্মঘটীদের পথ অবরোধ, তাদের সামলাতে হাজির বিপুল পুলিশবাহিনী
উত্তর ২৪ পরগনার অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোডে বসে পড়ে কাটাকুটি খেললেন বাম কর্মী, সমর্থকরা। আটকে পড়ে গাড়ি।
হুগলির সিঙ্গুরে ধর্মঘটের সমর্থনে মিছিল বাম কর্মী-সমর্থকদের। বেশিরভাগ দোকানই ছিল বন্ধ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -