Afghanistan Earthquake: শূন্য দৃষ্টিতে রাস্তায় বসে কেউ, কেউ আবার হাতড়ে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপ, ভূমিকম্পে তছনছ আফগানিস্তান
পর পর শক্তিশালী তিন ভূমিকম্প। তার পর আট-আটটি আফটার শক। তাতেই ধুলোয় মিশে গেল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার দুপুরে আফগানিস্তানের হেরাট প্রদেশ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। পর পর তিন বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল যথাক্রমে, ৬.২, ৫.৬ এবং ৬.১।
এর পর আবার আট-আটটি আফটার শক অনুভূত হয়। তাতেই লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। বাড়িঘর সব ধুলোয় মিশে যায়। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সবকিছু।
যে হেরাট প্রদেশে ভূমিকম্প হয়েছে, সেটি ভূমিকম্পপ্রবণ বলেই পরিচিত। প্রায় ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। ওই এলাকা মানুষ বাসের অনুপযোগী বলে আগেই সতর্ক করেছিল বিশ্ব ব্যাঙ্ক।
শক্তিশালী ভূমিকম্পে সেখানকার ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছ’টি গ্রাম ধুলোয় মিশে গিয়েছে একেবারে। ঘরছাড়া প্রায় ৪,৫০০ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাট প্রদেশের ৬০০টি বাড়ি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তার নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। আরও ২০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর লন্ডভন্ড হয়ে গিয়েছে চারিদিক। টেলিফোন সংযোগও কাজ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে খবর পেতে দেরি হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে, যেখানে ধ্বংসস্তূপের সামনে বসে রয়েছেন নির্বাক মানুষেরা। ধ্বংসস্তূপের মধ্যে কিছু বেঁচে রয়েছে কিনা, খুঁজেও দেখছেন অনেকে। যদিও ওই ছবি এবং ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এখনও পর্যন্ত আফগানিস্তানে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে তাঁদের।
তবে ধ্বংসস্তূপের নীচেও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সাহায্যের আশ্বাস দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -