Australia PM: রাষ্ট্রপতি ভবনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে সাক্ষাৎ
ভারত সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)। ১০ মার্চ নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই দেশের মধ্যে একাধিক MoU চুক্তি সাক্ষর হয়েছে। ক্রীড়া, অডিও-ভিসুয়াল প্রোডাকশন, সোলার টাস্কফোর্স নিয়ে মউ সাক্ষর হয়েছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সফর, জানিয়েছেন বিদেশমন্ত্রী।
রাষ্ট্রপতি ভবনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথা মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
ভারতে এসে নয়াদিল্লিতে রাজঘাটে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পরে রাষ্ট্রপতি ভবনে চত্বরেই সাংবাদিক বৈঠক করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, তিনি জানান, প্রতিনিয়ত দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
৯ মার্চ INS Vikrant -এ যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের প্রসঙ্গ উঠেছে দ্বিপাক্ষিক বৈঠকে।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতদের সুরক্ষার ব্যাপারে সবরকম পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -