Ayodhya: মধুবনী আর্টে সেজে উঠছে অযোধ্যা, রয়েছে বিভিন্ন ধরণের চিত্রকলা
মধুবনী আর্টে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যায় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরণের চিত্রকলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। জোর কদমে চলছে তার প্রস্তুতি।
তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। ক্রমশ ভিড় বাড়ছে অযোধ্যায়।
রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে নবরূপে সাজিয়ে তোলার কাজ চলছে।
সম্প্রতি একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাম জন্মভূমিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাম রাজ্যে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সেজে উঠেছিল সরযূ পাড়ে রামের শহর। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়েছিল।
রামের শহরে ধর্মপথ, রামপথ, ভক্তিপথ ও জন্মভূমিপথ, এই চারটি রাস্তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রতিটা লাইটস্ট্যান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনুক। রামমন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি।
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল আরও বাড়বে বলেই আশা সকলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -