Pamela Goswami Photos:মাদক-সহ গ্রেফতার বিজেপি যুব নেত্রী: কে এই পামেলা গোস্বামী?
নিউ আলিপুরে মাদক-সহ হাতেনাতে পাকড়াও রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক।গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী এক বিজেপি নেতা এবং তাঁদের নিরাপত্তারক্ষী। ধৃতদের কাছ থেকে ৯০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। নিন্দায় সরব হয়েছে তৃণমূল। ফাঁসানোর অভিযোগ তুলেছেন ধৃত নেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপির যুব নেত্রী ও নেতার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও।
শুক্রবার এনআর অ্যাভিনিউতে দু-জনকে পাকড়াও করে নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত যুব বিজেপি নেত্রীর নাম পামেলা গোস্বামী। গ্রেফতার যুব নেতার নাম প্রবীর কুমার দে।
ধৃত পামেলা গোস্বামী, রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক।তিনি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও।
পুলিশ দাবি করছে, তাঁদের কাছ থেকে ৯০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে দাবি, তাঁদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরেই পামেলা ও প্রবীর নিউ আলিপুরে আসতেন এবং মোটরবাইকে করে এসে কয়েকজন তাঁদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন। এইভাবে মাদক পাচারের সন্দেহে এদিন নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউতে ওঁত পেতে ছিল পুলিশ। একটি কফিশপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুব নেত্রী পামেলা আসতেই তাঁদের ধরে ফেলে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, তাঁর ব্যাগ থেকে ও গাড়ির সিটের তলা থেকে মাদকের পাউচ মেলে।
এই গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপির যুব মোর্চার নেত্রী। তাঁর দাবি, ভোটের আগে তাঁকে ফাঁসানো হয়েছে। সিআইডি, সিবিআই তদন্ত হোক।
পুলিশ সূত্রে খবর, পামেলা ও প্রবীরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। একসঙ্গে রাজনীতির পাশাপাশি নিউটাউনে একটি বিউটি পার্লার চালাতেন তাঁরা।পামেলার ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী তিনি থাকেন কলকাতাতেই।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
২০১৯-এ তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর দ্রুতই বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক হন।( ছবি-সৌজন্যে ফেসবুক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -