Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শিলিগুড়ি, কার্শিয়াং বা ধূপগুড়ি- চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! বিগত বেশ কয়েক বছরের ইতিহাসে বিরল
কিন্তু কীভাবে এমন বাড়ির কাছে এল কাঞ্চনজঙ্ঘা? বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকদিনের বৃষ্টিতে বাতাসে ধূলিকণা কমেছে। এছাড়া লকডাউনের জেরে যানবাহন-কল কারখানা বন্ধ থাকাতে দূষণ কমেইছে! তারই জেরে হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধূপগুড়ি ব্লকের বাসিন্দাদের বক্তব্য এমন দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। রাস্তা, বাড়ির ছাদ এমনকি বাসস্ট্যান্ড থেকেও দেখা যাচ্ছে পাহাড়কন্যাকে!
দু-তিন দিন ধরেই মেঘমুক্ত আকাশ। পুজোর ছুটিতে কার্শিয়ং হয়েছেন যে পর্যটকরা... হাতে যেন চাঁদ পেয়েছেন তাঁরা!
হাঁটতে হাঁটতে, কখনও আবার বাড়ির ছাদে কিংবা জানালা দিয়ে উঁকি দিলেই হাজির কাঞ্চনজঙ্ঘা !গত বেশকয়েকদিন ধরেই শিলিগুড়ির আকাশ ঝলমলে। মেঘের ছিঁটেফোঁটা নেই। শিলিগুড়ির গোটা শহরজুড়েই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা...
চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! শীতের শুরুতে পাহাড়ে বেড়াতে গেলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়! এ আর নতুন কী? কিন্তু কাই বলে শিলিগুড়ি, ধূপগুড়ি বা রায়গঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন?এতটাই উদার হয়ে উঠল পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ!পাহাড় নয় এক্কেবারে সমতল থেকেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -