Prince Abdul Mateen: এশিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর তকমা পেয়েছিলেন, ‘আম নাগরিক'কে বিয়ে করলেন এই যুবরাজ
বয়স মাত্র ৩১ বছর। এশিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর ছিলেন এতদিন। এবার সেই তকমা ঘুচল ব্রুনেইয়ের প্রিন্স আব্দুল মতীনের। দীর্ঘদিনের বাগদত্তাকে বিয়ে করলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়েতে এলাহি আয়োজন যেমন নজর কেড়েছে, তেমনই চর্চা শুরু হয়েছে কনেকে নিয়ে। ৩০ বছর বয়সি ইয়াং মুলিয়া আনিশা রোশনাহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে প্রিন্স আব্দুল মতীন, যিনি কিনা একজন সাধারণ নাগরিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ব্রুনেইয়ের সুলতান হাসানল বোলকিয়ার দসম সন্তান প্রিন্স আব্দুল মতীন। সিংহাসনের উত্তরাধিকারী হলেও, দাদাদের পেরিয়ে মসনদ দখলের তেমন সম্ভাবনা নেই তাঁর। তবে তেল সমৃদ্ধ দেশ ব্রুনেইয়ের যুবরাজ উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তির মালিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এর পাশাপাশি, মহিলা মহলে প্রিন্স আব্দুল মতীনের জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে তাঁর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্বও। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই সিক্স-প্যাক সম্বলিত নিজের অনাবৃত ঊর্ধ্বাঙ্গের ছবি পোস্ট করন তিনি। রোমাঞ্চের প্রতিও অমোঘ আকর্ষণ প্রিন্স আব্দুল মতীনের। রাজ পরিবারকে ঘিরে যত বিতর্ক সামনে এসেছে, প্রিন্স আব্দুল মতীনকে সামনে রেখেই কার্যত তার মোকাবিলা করা হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিংস কলেজ লন্ডন থেকে পড়াশোনা করেছেন প্রিন্স আব্দুল মতীন। আন্তর্জাতিক এবং কূটনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পান ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
২০১০ সালে ব্রিটেনের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট থেকে সেনা আধিকারিক হওয়ার প্রশিক্ষণ নেন প্রিন্স আব্দুল মতীন। হেলিকপ্টার ওড়াতে পারেন, যুদ্ধবিমানও ওড়াতে পারেন। ব্রুনেইয়ের হয়ে পোলো খেলেছেন, খেলেছেন ফুটবলও। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
দেশের হয়ে কূটনৈতিক দূত হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রিন্স আব্দুল মতীনের। ইনস্টাগ্রামেও লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। কেউ কেউ তাঁকে ‘জেমস বন্ড ০০৭’ নামেও অভিহিত করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
গত ৭ জানুয়ারি প্রিন্স আব্দুল মতীনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। যে আনিশা রোশনাহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, তাঁর ঠাকুরদা পেহিম দাতো ইসা, ব্রুনেইয়ের সুলতানের পরামর্শদাতা। বিয়ে সম্পন্ন হলেও, মোট ১০ দিনের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
আনিশা ব্রিটেন থেকে পড়াশোনা শেষ করে নিজের ফ্যাশন লেবেল চালান। একটি পর্যটন সংস্থারও মালকিন তিনি। বেশ কয়েক বছর ধরেই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল, যা এতদিনে পরিণতি পেল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
রবিবার প্রিন্স আব্দুল মতীন এবং আনিশার বিয়ের রিশেপসন রয়েছে। ১৭৮৮টি কক্ষ বিশিষ্ট ব্রুনেইয়ের প্রাসাদেই আসর বসবে। বিভিন্ন দেশের রাষ্ট্রনতা থেকে কূটনীতিক এবং রাজ পরিবারের সদস্যরা সেখানে আমন্ত্রিত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -