Heatwave Guidelines: তীব্র দাবদাহে পুড়বে গোটা দেশ, কী করবেন, কী করবেন না, জানাল কেন্দ্র
Heatwave Alert: এ বছর গ্রীষ্মে তীব্র দাবদাহ জ্বালা ধরাবে গায়ে। বিপদবাণী আগেই শুনিয়েছে আবহাওয়া দফতর। সরকারি নির্দেশিকাতেও সচেতন হওয়ার আর্জি। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/11
ফেব্রুয়ারিতেই ইঙ্গিত মিলেছে আসন্ন বিপদের। মাসের মাঝামাঝি সময় থেকেই পাখা চালাতে হচ্ছে। কিন্তু আরও হয়রানি অপেক্ষা করছে বলে বিপদবাণী শুনিয়েছেন আবহবিদরা।
2/11
এ বছর গরমে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করবে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগ। দেশের ২৩টি রাজ্য তাপপ্রবাহের দাপটে কাবু হতে পারে বলে মিলেছে পূর্বাভাস।
3/11
তাতে তাপপ্রবাহ নিয়ে আগে থেকেই স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সেগুলি মেনে চললে তাপপ্রবাহে প্রকোপ থেকে কিছুটা হলেও নিস্তার মিলবে, অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কমবে বলে জানানো হয়েছে।
4/11
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ওই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এ বার গরমে পর্যাপ্ত পরিমাণ জলপান জরুরি। তেষ্টা না পেলেও গলা জল ঢালতে হবে।
5/11
শরীরে জলের জোগান অব্যাহত রাখতে ORS ব্যবহার করা যেতে পারে। বাড়িতে তৈরি লেবুর জল, লস্সি, ফলের রস খেতে পারেন সাধারণ মানুষ।
6/11
এই গরমে হালকা, সুতির জামা-কাপড় পরার পরামর্শ দিয়েছে কেন্দ্র। হালকা রংয়ের জামা-কাপড় পরতে বলা হয়েছে। ছাতা মাথায় দিয়ে তবেই বাইরে বেরনো উচিত।
7/11
ছাতা না থাকলেও, মাথা অন্তত টুপি, তোয়ালে বা কিছুতে ঢেকে রাখতে হবে। ফুলহাতা জামা পরলে ভাল, তাতে সরাসরি চড়া রোদের হাত থেকে রক্ষা পাবে ত্বক।
8/11
একবার নির্দেশিকা পড়েই হাত ঝেড়ে ফেলা নয়, বরং আবহাওয়ার হাল-হকিকত সম্পর্কে ওয়াকিবহাল থাকতে টেলিভিশন, রেডিওয় এবং খবরের কাগজে থেকে খবরাখবর রাখতে বলা হয়েছে।
9/11
এই গরমে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বদ্ধ ঘরে নয়, হাওয়া চলাচল করে এমন ঘরে। তবে জানলা-দরজার পর্দা ফেলে রাখুন, বিশেষ করে যেদিক দিয়ে রোদ ঢোকে। রাতে খুলে দিতে পারেন।
10/11
যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরনোই ভাল। বেরোলেও সকাল সকাল অথবা সন্ধের দিকে বেরোতে পারেন। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত বাড়িতে থাকাই শ্রেয়।
11/11
তীব্র গরমে প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলুন। গরমে আগুনের কাছাকাছি থাকা বা রান্নাবান্না এড়ান। মদ, চা, কফি, সফ্ট ড্রিঙ্ক না গলায় ঢালাই ভাল। খালি পায়ে বাইরে বেরোবেন না।
Published at : 01 Mar 2023 10:47 PM (IST)