Chanakya Niti: জীবনে সফল হতে গেলে কী করতে হবে, রাস্তা দেখিয়েছেন চাণক্য
শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন চাণক্য। তাঁর মতে শিক্ষাই হল ভালো জীবনের ভিত্তি ও সাফল্যের চাবিকাঠি।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যের ওপর নির্ভর না করে নিজের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন মৌর্য যুগের এই মহান মনীষী। এতে যেমন হতাশা কাটে তেমনি সফলতাও আসে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
চাণক্যের মতে যাঁরা নিজেদের লক্ষ্যে অবিচল থেকে ধৈর্য্য ধরে কঠোর পরিশ্রম করেন তাঁরাই সফল হন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
পরিস্থিতি ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে যিনি পারেন তিনি সহজেই জীবনে আসা সমস্যার সমাধান করতে পারেন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
সুশৃঙ্খল মানুষ সর্বক্ষেত্রে সফল হতে পারেন। তাই নিজের কথা, চিন্তা ও কর্মকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন চাণক্য।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
চাণক্যের মতে সাফল্য ও পার্থিব সুখের চাবিকাঠি হল জ্ঞান। তাই সমস্ত কিছুর ওপরে জ্ঞানকে জায়গা দিন ও তা অর্জন করার জন্য যা করা উচিত তাই করুন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
মনের দিক থেকে উদার মানুষ সব সময় ভালো থাকেন। তাই অন্যের প্রতি উদার হন এবং অপরকে সাহায্য করুন। এতে নিজেও সুখে থাকবেন।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
কোনও কাজ করার আগে তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। তাহলে কাজটি করার যেমন উৎসাহ পাবেন তেমনি কাজে সফলতাও আসবে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
যে যত সফল হবেন তাঁকে তত নম্র ও ভদ্র হতে হবে। চাণক্যের মতে সততার মত জিনিস হয় না। তাই জীবনে সফল হওয়ার জন্য কোনওদিন অসৎ হবেন না। যেমন ফলভর্তি গাছ মাটির দিকে ঝুঁকে পড়ে তেমনি সফল মানুষ নিজেকে বিনয়ী করে তোলেন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -