Covid19: চতুর্থ বুস্টার কিছুটা হলেও ঠেকাতে পারে, চিন ছাড়িয়ে গোটা বিশ্বে আঘাত হানবে BF.7!

BF.7 Omicron variant: আরও একবার করোনার প্রকোপে চিন। উপসর্গহীন রোগীর ইয়ত্তা নেই। উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যাই দৈনিক ২ হাজারের বেশি।

প্রতীকী চিত্র।

1/10
বার বার চরিত্র বদল ঘটেছে গত তিন বছরে। আরও একবার বিশ্বের ত্রাস নোভেল করোনাভাইরাস। এ বার ত্রাসের কারণ ওমিক্রনের জাতভাই BF.7।
2/10
এই মুহূর্তে চিনে দাপিয়ে বেড়াচ্ছে করোনার BF.7 রূপ। অর্থাৎ আক্রান্ত রোগীদের অধিকাংশই BF.7-এ আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে।
3/10
ওমিক্রনেরই বংশধর BA.5.2.1.7 রূপ, সংক্ষেপে যাকে BF.7 বলা হয়। করোনার অতি সংক্রামক রূপগুলির মধ্যে অন্যতম।
4/10
অতি দ্রুত এর উন্মেষ ঘটে। দ্রুত এবং অতি সহজে সংক্রমণ ছড়ায়। শুধু তাই নয়, প্রতিরোধী টিকা নেওয়া থাকলেও এর সংক্রমণ থেকে রক্ষা মেলে না।
5/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওমিক্রনের বংশ BF.7-এর প্রজনন ক্ষমতা ১০ থেকে ১৮.৬-এর মধ্যে। অর্থাৎ একবার কোনও ব্যক্তি যদি সংক্রমিত হন, তাঁর থেকে গড়ে ১০ থেকে ১৮.৬ জন সংক্রমিত হতে সংক্রমিতদের মধ্যে অধিকাংশের কোনও উপসর্গই না থাকতে পারে। ফলে তাঁদের চিহ্নিত করা অসম্ভব হতে পারে।
6/10
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চিনের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ যদি চতুর্থ বুস্টার টিকা নেন, তবেই সংক্রমণের গতিরোধ করা সম্ভব। তাতে ৩ থেকে ৫৯ বছর বয়সি ৯৫ শতাংশ জনসংখ্যা লাভবান হবেন।
7/10
BF.7-এ এখনও পর্যন্ত যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে বিশেষ কিছু উপসর্গ দেখা গিয়েছে, যেমন, জ্বর, কাশি, গলাব্যথা, নাক দিয়ে জল পড়া।
8/10
অতিমারি বিশেষজ্ঞদের আশঙ্কা, অতি সংক্রামক করোনার এই রূপের প্রকোপে কমপক্ষে ১০ লক্ষ মানুষের মৃত্য়ু হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে।
9/10
সংক্রমণবৃদ্ধি, মৃত্যুবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে নীরবতাই পালন করছে চিন সরকার। যদিও গোড়া থেকেই পরিস্থিতি বেগতিক হতে পারে বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তাদের।
10/10
অতিমারি বিশেষজ্ঞ উ জুনিউ বলেন, "এই মুহূর্তে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, শীতের তিন মাসে তাতে তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে।"
Sponsored Links by Taboola