COVID Meet: কোভিড বৈঠকে কী কী পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ?
দেশে কোভিড গ্রাফ ফের উর্ধ্বমুখী। তাই এইদিন দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিডের যাবতীয় পরীক্ষার বাড়ানো এবং জরুরী হটস্পটগুলি চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
রাজ্যগুলিকে জরুরী হটস্পট চিহ্নিতকরণ তো বটেই , পাশাপাশি কোভিড পরীক্ষা এবং টিকাকরণ দেওয়ার জন্য হাসপাতালের পরিকাঠামোগত প্রস্তুতি নিয়েও নিশ্চিত করতে বলা হয়েছে।
মূলত মহারাষ্ট্র এবং দিল্লি-সহ দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্য গতকয়েক সপ্তাহ ধরে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০৫০ টি কোভিড কেস সামনে এসেছে। যা কিনা গত ২০৩ দিনের মধ্য়ে সর্বোচ্চ। ০.০৬ শতাংশ বেড়ে অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ২৮ হাজার, ৩০৩।
কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুও বেড়েছে ১.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মোট মৃত্য়ুর সংখ্যা ৫৩০, ৯৪৩ জন। রাজ্যভিত্তিক সংখ্যার পরিসংখ্যানে কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয়স্থানে দিল্লি।
কোভিড সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় কেন্দ্রের কপালে ভাঁজ পড়ছে। দেশে ক্রমাগত ঊর্ধ্বগামী দৈনিক কোভিড সংক্রমণের ছবি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিড ভ্যারিয়েন্ট XBB.1.16- এটাই এখন কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য দায়ী।
বিজ্ঞানীদের মতে ভারতের জনগণের শরীরে স্বাভাবিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এসেছে, তার সঙ্গেই রয়েছে টিকাজনিত প্রতিরোধ ক্ষমতা।
সেই কারণেই সংক্রমণ বৃদ্ধি পেলেও সেভাবে হাসপাতালে ভর্তির ঘটনা দেখা যাচ্ছে না। যদিও আগেভাগেই সাবধান হতে বলছেন বিজ্ঞানীরা। ভিড়ের মধ্যে মাস্ক পরতে বলছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -