Cyclone Michaung Update: তছনছ তামিলনাডু, জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল, দুর্ভোগের ছাপ স্পষ্ট
ঘূর্ণিঝড় মিগজাউম ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির বিস্তীর্ণ এলাকায়। সব থেকে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ু। বৃষ্টি কমলেও, দুর্ভোগ কমেনি এতটুকু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ তামিলনাড়ু। এখনও জলের তলায় চেন্নাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। আটকে বহু মানুষ।
তিরুভাললুর সালাই অঞ্চলে ৪ দিন ধরে জমে রয়েছে জল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জায়গায় জায়গায় উপড়ে গেছে বিদ্য়ুতের খুঁটি।
ফলে বিদ্য়ুৎ নেই চেন্নাইয়ের অনেক অঞ্চলেই। এর জেরে চেন্নাইয়ে বন্ধ স্কুল। বন্ধ রয়েছে মার্কেটও।
এমনকি জলমগ্ন চেন্নাইয়ের কিলপক মেডিক্যাল কলেজও। ব্যাপক বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চিপক স্টেডিয়ামও।
এরইমধ্য়ে বিভিন্ন জায়গায় উঠছে ত্রাণের অভাবের অভিযোগও।
বঙ্গোপসাগরের ধার বরাবর প্রায় ১৩ কিলোমিটার লম্বা শহুরে সৈকত। বাংলাদেশের ককক্সবাজারের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত চেন্নাইয়ের মেরিনা বিচ।
মিগজাউমের তাণ্ডবে নষ্ট হয়েছে বিচের অসংখ্য দোকান। ধ্বংসাবশেষ থেকে তার অবশেষ খুঁজে ফের দোকান গড়তে চাইছেন মালিকরা।
বন্য়া কবলিত এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে ভারতীয় বায়ুসেনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -