Deadly Earthquakes: চোখের পলকে নিশ্চিহ্ন চারপাশ, কয়েক হাজার থেকে কয়েক লক্ষ, দু’দশকে বার বার ভূমিকম্পে লন্ডভন্ড বিশ্ব
Earthquake History: গত দুই দশকে বার বার কেঁপে উঠেছে বিভিন্ন প্রান্ত। ভূমিকম্পের কবলে প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। তাতে নয়া সংযোজন তুরস্ক।
ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক।
1/19
পর পর ভূমিকম্পে ছিন্নভিন্ন তুরস্ক। ইতিমধ্যেই ৪ হাজার পেরিয়ে গিয়েছে মৃত্যু। হাহাকার পড়ে গিয়েছে দেশ জুড়ে।
2/19
কিন্তু এই প্রথম নয়,২০০০ সাল থেকে এখনও পর্যন্ত এমন একাধিক বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব, যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।
3/19
২২ জুন, ২০২২: তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। তাতে মৃত্যু হয় ১১০০-র বেশি মানুষের।
4/19
১৪ অগাস্ট, ২০২১: ৭.২ তীব্রতায় ভূমিকম্প হয় হাইতি-তে। তাতে ছিন্নভিন্ন হয়ে যায় গোটা দেশ। মৃত্যু হ ২২০০-র বেশি মানুষের।
5/19
২৮ সেপ্টেম্বর, ২০১৮: ৭.৫ তীব্রতায় কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। সবমিলিয়ে ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয় তাতে।
6/19
২৪ অগাস্ট, ২০১৬: ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইতালি। তাতে ৩০০-র বেশি মানুষ মারা যান।
7/19
২৫ এপ্রিল, ২০১৫: বিধ্বংসা ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় পড়শি দেশ নেপাল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৮। তাতে মৃত্যু হয় ৮ হাজার ৮০০-র বেশি মানুষের।
8/19
১১ মার্চ, ২০১১: ভূমিকম্প প্রবণ দেশের মধ্যে পড়ে জাপান। ৯.০০ তীব্রতায় লন্ডভন্ড হয়ে যায় দেশটি। তাতে মারা যান ২০ হাজারের বেশি মানুষের।
9/19
১২ জানুয়ারি, ২০১০: কয়েক হাজার নয়, ৩ লক্ষ ১৬ হাজার মানুষ মারা যান হাইতিতে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০।
10/19
৩০ সেপ্টেম্বর, ২০০৯: রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ইন্দোনেশিয়ার সুমাত্রায় মারা যান ১১০০-র বেশি মানুষ।
11/19
১২ মে, ২০০৮: ৭.৯ তীব্রতায় ভূমিকম্প ঘটে চিনে। মূলত পূর্বের সিচুয়ান প্রদেশই লন্ডভন্ড হয়ে যায়। ৮৭ হাজার ৫০০ মানু, মারা যান তাতে।
12/19
২৬ মে, ২০০৬: ভূমিকম্পস্থল ছিল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। ৫ হাজার ৭০০-র বেশি মানুষ মারা যান।
13/19
৮ অক্টোবর, ২০০৫: এ বারে ভূমিকম্পস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীর। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৬। তাতে মারা যান ৮০ হাজারের বেশি মানুষ।
14/19
২৮ মার্চ, ২০০৫: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীর তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। তীব্রতা ছিল ৮.৬। মারা যান ১৩০০-র বেশি মানুষ।
15/19
২৬ ডিসেম্বর, ২০০৪: ভারত মহাসাগরে ভূমিকম্প ঘটে। তার জেরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৯.১। মারা যান ২ লক্ষ ৩০ হাজার মানুষ।
16/19
২৬ ডিসেম্বর, ২০০৩: ৬.৬ তীব্রতায় কেঁপে ওঠে ইরানের দক্ষিণ-পূর্ব অংশ। ৫০ হাজারের বেশি মানুষ মারা যান।
17/19
২১ মে, ২০০৩: মারা যান ২২০০-র বেশি মানুষ। ৬.৮ তীব্রতা ছিল রিখটার স্কেলে। কেঁপে ওঠে আলজিরিয়া।
18/19
২৫ মার্চ, ২০০২: উত্তর আফগানিস্তান কেঁপে ওঠে তীব্র ভূমিকম্পে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। মারা যান ১ হাজারের বেশি মানুষ।
19/19
২৬ জানুয়ারি, ২০০১: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় ভারতের গুজরাত। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৭। মারা জান ২০ হাজারের বেশি মানুষ।
Published at : 07 Feb 2023 03:11 PM (IST)