Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Air Pollution: আবছায়া উপস্থিতি লালকেল্লার, দূষণের কালো মেঘে আচ্ছন্ন দিল্লি
শীত শীত ভাব দেখা দিয়েছে সবে। এখনও দীপাবলি আসেনি। তার আগেই ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানী দিল্লি। দূষিত বাতাসে শ্বাস নেওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে সেখানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজধানীর বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে যে লালকেল্লা, বহু দূর থেকেও তার লাল রং ধরা দেয় চোখে, মঙ্গলবার সকালে তার শুধুমাত্র তার আবছায়া কাঠামোই ধরা পড়ছিল চোখে।
শুধু মঙ্গলবার নয়, গত পাঁচ দিন ধরেই দিল্লির পরিস্থিতি এমন। তার জেরে স্কুল আপাতত বন্ধ রাখা হলেও, রোজগেরে মানুষকে বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে।
বিপদ টের পাচ্ছেন যাঁরা, তাঁদের কেউ কেউ মাস্কে মুখ ঢেকে বাইরে বেরোচ্ছেন। কাপড় জড়িয়ে মুখ ঢেকেছেন কেউ কেউ। তবে গায়ে-গতরে খেটে দু’পয়সা ঘের আনেন যাঁরা, সংসারের চিন্তার ফাঁকে নাক-মুখ ঢাকার কথা মাথাতেই আসেনি অধিকাংশের।
দিল্লির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে দূষণ এই মুহূর্তে ‘অত্যন্ত গুরুতর’। মঙ্গলবার সকালে বাতাসের গুণমানের সূচক ছিল ৩৯৪-এ। সোমবার বিকেলে ৪২১-এ ছিল সূচক। মঙ্গলবার সকালে দিল্লিতে বাতাসের গুণমানে আরও পতন ঘটে। এই নিয়ে পর পর সেখানে বাতাসের গুণ মান 'অত্যন্ত গুরুতর' তকমা পেল।
প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত হলে, তাকে শ্বাস নেওয়ার যোগ্য বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিল্লি বহু আগেই তা ছাপিয়ে গিয়েছে।
দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠার জন্য পড়শি রাজ্য হরিয়ানা এবং পঞ্জাবকে দায়ী করা হয় মূলত। শীতের আগে সেখানে ফসলের গোড়া পোড়ানোয়, সেই ধোঁয়া দিল্লির বাতাসে মিশে যায় বলে অভিযোগ। আজ বলে নয়, বহু বছর ধরে সেই নিয়ে পড়শি রাজ্যগুলির সঙ্গে দিল্লির সংঘাত চলে আসছে।
এদিন সুপ্রিম কোর্টও দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির ভূমিকার তীব্র সমালোচনা করেছে তারা। নাগরিকের স্বাস্থ্যের হনন হচ্ছে বলে মন্তব্য করেছে। পঞ্জাব এবং হরিয়ানাকে নিষেধ করা হয়েছে ফসলের গোড়া পোড়াতে।
এমন পরিস্থিতিতে নাগরিকদের যতদূর সম্ভব, বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়। কিন্তু তার পরও পেটের দায়ে মানুষজনকে বেরোতেই হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশ দিল্লির এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এই মুহূর্তে দিল্লির বাতাসের যা অবস্থা, তাতে যাঁরা ধূমপান করেন না, দৈনিক ৫০টি সিগারেট খেলে যে ক্ষতি হয়, তাঁদের শরীরেও সম পরিমাণ ক্ষতি হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -