ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় রয়েছেন রোহিত, প্রথম ১০ আর কারা?
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এইবারেই বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম শতরানটি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই তালিকায় 'বিগ শো'র নাম থাকাটাই অস্বাভাবিক হত। তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্ট ১২টি ছয় মেরেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appড্যারিল মিচেল রয়েছেন নয় নম্বরে। কিউয়ি তারকা ১৩টি ছয় মেরেছেন।
বর্তমান বিশ্বের সেরা ফিনিশারদের কথা বললে ডেভিড মিলারের নাম আসতে বাধ্য। 'কিলার মিলার' এখনও পর্যন্ত ১৪টি ছক্কা হাঁকিয়েছেন।
নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপের শোরগোল ফেলে দিয়েছেন। তিন সেঞ্চুরি হাঁকানো ব্যাটারও ১৪টি ছয় মেরেছেন।
তাঁর দল ভাল পারফর্ম করছে না। পড়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত ফর্মও। তবে ১৫ ছয় মেরে তালিকায় কুশল মেন্ডিস বেশ উপরের দিকে।
হেনরিখ ক্লাসেনের ব্যাটিং এখনও পর্যন্ত সকলকেই প্রভাবিত করেছে। প্রোটিয়া তারকা ইতিমধ্যেই ১৭টি ছয় মেরে ফেলেছেন।
নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে ক্লাসেনের স্বদেশীয় কুইন্টন ডি'কক। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ডি'কক ১৮টি ছক্কা মেরেছেন।
সদ্যই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক শতরান হাঁকিয়েছেন ফখর জামান। পাকিস্তান তারকা মাত্র তিনটি ম্যাচ খেলেই ১৮টি ছয় মেরে ফেলেছেন।
আরেক তারকা বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের ফর্মও কিন্তু বেশ ভাল। তিনি অজ়িদের হয়ে সাত ম্য়াচে মেরেছেন ২০টি ছয়।
image তালিকার শীর্ষে 'হিটম্যান'। ইনিংসের শুরু রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিং বারংবার প্রতিপক্ষ বোলারদের বিপাকে ফেলছে। তাঁর নির্ভীক ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে সকলের। ভারতীয় অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বাধিক ২২টি ছয় মেরেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -