Delhi Air Pollution: ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ, দূষণ এড়াতে 'বাড়ি থেকে কাজ'
বায়ু দূষণে জেরবার দিল্লি। বায়ুদূষণ সামলাতে নানা পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। রাজধানীর বুকে দূষণের প্রকোপ ও প্রভাব কমাতে স্পেশাল টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে ৫০ শতাংশ সরকারি চাকরিজীবীদের ওয়ার্ক ফ্রম হোম-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন অন্তত ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন।
বেসরকারি অফিসগুলিকেও এই পথে হাঁটার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জানিয়েছেন, দিল্লি সরকারের পরিবেশমন্ত্রীর গোপাল রাই।
পিটিআই সূত্রে খবর, মন্ত্রী জানিয়েছেন, দিল্লির বায়ুদূষণ লাগামে আনতে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। ৬ সদস্যের ওই দল দূষণ রোধে কী কী কাজ করা যায়, তা নিয়ে ভাবছেন। এছাড়া বাজার-অফিসের সময় নিয়েও ভাবা হচ্ছে।
দূষণের কারণেই আগামীকাল থেকে দিল্লিতে প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে। বায়ুদূষণ থেকে খুদে পড়ুয়াদের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত।
শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও উপস্থিত ছিলেন ওই সাংবাদিক বৈঠকে। যতদিন না পর্যন্ত দিল্লির বায়ুর মানে উন্নতি হচ্ছে ততদিন পর্যন্ত প্রাইমারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বায়ুদূষণে সমস্যা নয়ডাতেও। বায়ুদূষণের কথা মাথায় রেখেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন।
যানবাহনে জোড়-বিজোড় নিয়ম আবার ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা সেটাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রতিবছরই দীপাবলির সময় দূষণে ঢাকে দিল্লি। পাশাপাশি এই সময়ে পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের বিস্তীর্ণ অংশে ফসলের গোড়া পোড়ানো হয়। তার জেরেও ভয়াবহ দূষণের শিকার হয় দিল্লি, নয়ডা এবং বিস্তীর্ণ লাগোয়া এলাকা।
এই বছরেও দীপাবলির রাতের পরেই দিল্লির বাতাসের মান চলে যায় 'Very Poor', অর্থাৎ 'খুব খারাপ' ক্যাটেগরিতে। ধোঁয়াশায় ঢাকা পড়েছিল রাজধানীর আকাশ। সব ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -