শোকে আকুল দেশবাসী, রাজপুত্র হারা আর্জেন্তিনা
বস্তির রাস্তায় ফুটবল খেলতে খেলতে বিশ্ব ফুটবলের চূড়ায় ওঠা এই খেলোয়াড়ের সঙ্গে তাঁর দেশবাসীর আত্মিক সম্পর্ক ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিয়েগো মারাদোনা আর নেই। আর্জেন্তিনার রাস্তায় নেমে এসেছেন শোকাতুর মানুষ। (ছবি এএফপি/গেটি ইমেজেস)
তাঁর প্রাক্তন ক্লাব বোকা জুনিয়র্সের সমর্থকরা নিয়ে এসেছেন ফুলের তোড়া।
বারবার দেশ কালের গণ্ডি ভেঙেছে তাঁর বাঁ পা। তাঁর মৃত্যুর পরেও ব্রাজিলের পোর্তো বেইরা-রিও স্টেডিয়াম রাঙিয়ে উঠেছে আর্জেন্তিনার পতাকার রঙে।
ইতালির অনামী ক্লাব নাপোলিকে বহু সম্মান এনে দিয়েছেন মারাদোনা। শহরে তাঁর মুরালের গায়ে লাল ধোঁয়া ছড়িয়ে ক্লাবের শ্রদ্ধা। সঙ্গে টুইট, আমাদের হৃদয়ে থাকবে, দিয়েগো।
মারাদোনার পুরনো পাড়া ভিলা ফিওরিতোর মানুষ ঘরের ছেলের জন্য প্রার্থনা করছেন। (ছবি এএফপি/গেটি ইমেজেস)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -