সেনায় আগ্রহীদের পক্ষে শুভ দিন, বলছে সিংহ রাশি, কী বলছে আপনার ভাগ্য
আর্থিক মামলা থেকে মুক্তি পেতে পারেন। পুরনো বকেয়া পেতে পারেন। কর্মস্থলে বস ও উচ্চ পদাধিকারীদের সঙ্গে মধুর সম্পর্ক রাখুন। ঝুঁকিপূর্ণ কাজে সমস্যা হতে পারে। যুবকযুবতীদের কেরিয়ারে পরিবর্তন আসতে পারে। সংক্রমণ বাড়ার আশঙ্কা। বাড়ি, কারখানা কেনার যোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়মকানুন মেনে চলুন। অবহেলা করলে আর্থিক ক্ষতির আশঙ্কা। অফিসের কাজে সম্মান পাবেন। পরিবহণ ব্যবসায় যুক্তদের পক্ষে দিনটি ভাল নয়। দ্রুত লাভের লোভে পড়ে তাড়াহুড়ো করবেন না। বিদ্যার্থীদের পক্ষে ভাল সময়। ব্লাড প্রেসার রোগীরা একটু সাবধানে থাকুন। রোদ পড়লে মর্নিং ওয়াকে বার হন।
কাজকর্মের পাশাপাশি শারীরিক বিশ্রাম জরুরি। বেশি চাপ নিলে শরীর খারাপ হতে পারে। তাড়াহুড়ো করবেন না। বিদেশি কোম্পানি থেকে অফার আসতে পারে। ব্যবসায়ীরা ছোট ছোট বিনিয়োগ থেকে ভাল লাভ করতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনা আর বিনোদনের মধ্যে সামঞ্জস্য রাখুন। পরিবার বা অফিসে সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন।
আজ মনে কুণ্ঠা বা ঈর্ষাকে জায়গা দেবেন না। বিরোধীরা হিতৈষী সেজে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তাই তাড়াহুড়ো করবেন না। অফিস থেকে হঠাৎ সফরে যেতে হতে পারে। বস কাজকর্মের হিসেব নিতে পারেন, তাই চেষ্টা করুন, কাজে যেন ত্রুটি না হয়। ব্যবসায় ছোটাছুটি বাড়তে পারে।
পুরনো দিনের কাজের ফল আজ পাবেন। ইতিবাচক, নেতিবাচক দু’রকম ফলই পেতে পারেন। ফিল্মের লাইনে যাঁরা চেষ্টা করছেন তাঁরা ভাল ফল পাবেন। সম্পত্তির ব্যবসা যাঁরা করেন, তাঁরা আইন বাঁচিয়ে কাজ করুন, না হলে জরিমানা হতে পারে। মানসিক রোগ হতে পারে, সাবধান হন। সন্তানের শুভ হতে পারে।
মনে দয়ার ভাব রাখুন। কেউ বিপদগ্রস্ত হয়ে সাহায্য চাইলে এগিয়ে আসুন। থেমে থাকা সব কাজ আজ শুরু হতে পারে। ব্যবসা বাড়বে কিন্তু উৎপাদনের গুণমানের বিষয়ে গুরুত্ব দিন। গবেষকদের পক্ষে দিনটি শুভ। যুবকযুবতীরা ইচ্ছেমত প্লেসমেন্ট পেতে পারেন। সাংসারিক ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন।
লক্ষ্যে পৌঁছনোর জন্য পুরোদমে চেষ্টা করুন। কাজ না হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্তদের দিনটি ভাল যাবে। কাজের চাপ কমতে পারে। যাঁরা সেনায় যোগ দিতে চান, তাঁদের পক্ষে দিনটি শুভ। বাড়ির সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়া অভ্যেস করুন।
নিজের অফিসিয়াল কথা বাইরের লোকের কাছে কোনওভাবেই বলবেন না। গুরুত্বপূর্ণ কথা প্রকাশ্যে এসে গেলে সমস্যা হতে পারে। বড় ব্যবসায়ীদের লাভের সুযোগ। লেনদেনের সময় একটু উদার হন। শিক্ষার্থীরা ফোকাসড থেকে পরিশ্রম বাড়ান। গাড়ি বা বাইক চালিয়ে যাওয়ার সময় সতর্ক থাকুন, দুপ্ঘটনার আশঙ্কা। রাতে গুরুপাচ্য খাবার খাবেন না।
আজ অনাবশ্যক চিন্তায় সঙ্কট বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মস্থলে টিমের সম্পূর্ণ সাহায্য পাবেন না, অধস্তনদের একজোট করে উৎসাহ দিন। ছোট ব্যবসায়ীদের লোকসান হতে পারে, ধৈর্যের সঙ্গে বিনিয়োগ করুন। সর্দি-জ্বরের আশঙ্কা।
দিন শুরু করুন ভাগবত ভজন দিয়ে, মন প্রসন্ন থাকবে। অফিসের কাজে কোনও দায়িত্ব পেলে অসন্তুষ্ট হবেন না। ভুল হলে স্বীকার করে সমস্যা মিটিয়ে নিন। লাক্সারি জিনিসপত্র বিক্রেতারা দারুণ লাভ করতে পারেন। নিয়ম মেনে রাস্তায় চলাফেরা করুন, না হলে জরিমানা হতে পারে। প্রচুর জল খান।
অফিসের সহকর্মীদের কাজের দায়িত্ব আপনার কাঁধে চাপতে পারে। বাড়তে থাকা দায়িত্বের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। নিজেকে আপডেট করতে কোনও কোর্সও করতে পারেন। ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা। আবহাওয়া বদলানোয় শরীর খারাপ হতে পারে। সন্তানের জন্য সুখবর আসতে পারে।
নিজের ভুলের বিশ্লেষণ করুন। অফিসে ভুল হলে ওপরওয়ালা অসন্তুষ্ট হবেন। যুবকযুবতীরা কুসঙ্গে পড়তে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় জোর দি। হাইপার অ্যাসিডিটি হতে পারে, চিকিৎসকের পরামর্শ নিন। বাচ্চাদের জেদে প্রশ্রয় দেবেন না, বিলাসিতার কোনও জিনিস তাদের কিনে দেবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -