Earthquake News: ভূমিকম্পে তছনছ তিব্বত, ৪ ঘণ্টায় ৮টি আফটারশক, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম। তার মধ্যেই কেঁপে উঠল মাটি। কোথাও সামান্য কম্পন অনুভূত হল। কোথাও ভেঙে তছনছ হয়ে গেছে ঘর বাড়ি। মঙ্গলবার সকালে ৭ দশমিক ১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙেচুরে ধ্বংসস্তূপ। প্রথম কম্পনের পর ৪ ঘণ্টায় ৮টি আফটারশক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫৩ জনের মৃত্যু হয়েছে তিব্বতে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে, বেজিংয়ের স্থানীয় সকাল ৯টা ৫ মিনিট নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয় তিব্বতে। তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দফতর জানাচ্ছে, জিগাজ় শহরে সবথেকে বেশি প্রভাব পড়েছে।
পিপলস লিবারেশন আর্মি (PLA) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য না চিনা সামরিক বাহিনী ড্রোন মোতায়েন করেছে।
থিয়েটার কমান্ডের বিমান বাহিনী দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা।
নেপালের লোবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।
কলকাতা, উত্তরবঙ্গ, দিল্লি, বিহার সহ ভারতের বেশকিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন।আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ।
নেপাল ও তিব্বতে ক্ষয়ক্ষতির সংখ্যা সবচেয়ে বেশি। প্রকৃতির প্রতিঘাতে মাটিতে মিশে বহু ঘর বাড়ি।
ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। মঙ্গলবার কেঁপে ওঠে কলকাতাও। শহরের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়।
এই প্রথম নয়, ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -