Shirdi Sai Baba Temple: একাই ১৩ লক্ষের নেকলেস দান মহিলার, মাত্র ন'দিনে কোটি কোটি টাকা, সোনা-রুপো জমা পড়ল সাইবাবার মন্দিরে
নতুন বছরে উপচে পড়ল শিরডি সাইবাবা মন্দিরের কোষাগার। কোটি কোটি টাকা, সোনা, রুপোর গহনা দান করলেন পুণ্যার্থীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহারাষ্ট্রের অহমদনগর জেলায় অবস্থিত শিরডি সাইবাবার মন্দির। বছরভর সেখানে পুণ্যার্থীদেরর আনাগোনা লেগেই থাকে।
কিন্তু ২০২৪ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২ জানুয়ারির মধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হন। মন্দিরের দানবাক্সে দু'হাত উপুড় করে দেন তাঁরা।
জানা গিয়েছে, বড়দিন থেকে নতুন বছরের প্রথম দু'দিনে শিরডির সাইবাবার মন্দিরে ৮ লক্ষের বেশি পুণ্যার্থী উপস্থিত হন। বিনামূল্যে যে প্রসাদ বিতরণ হয়, তা খেয়েছেন ৬ লক্ষের বেশি পুণ্যার্থী।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, এই ন'দিনে মন্দিরে শুধু প্রসাদই বিক্রি হয়েছে ২ কোটি টাকার।
উৎসবের মরশুম বলেই এত সংখ্যক পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হন, নতুন বছরের শুরুতে সাইবাবার আশীর্বাদ প্রার্থনা করেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।
ওই ন'দিনে মোট ১৭ কোটি টাকা জমা পড়েছে দানবাক্সে। নগদে দান করেছেন কেউ, কেউ আবার অন্য উপায়ে।
পাশাপাশি, মন্দিরে ৮০৯.২২ গ্রাম সোনা দান করেছেন পুণ্যার্থীরা। ১৪ কেজির বেশি রুপো দান করেছেন।
২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি শিরডি মহোৎসবও চলছিল, যার আয়োজক ছিল শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্ট। ওই সময়ে দর্শনের জন্য ভিআইপি পাসের ব্যবস্থাও করা হয়।
নগদে দান করার পাশাপাশি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন অনুদান, চেক, ডিমান্ড ড্রাফ্ট এবং মানি অর্ডারেও মন্দিরে মুক্তহস্তে গান করেছেন পুণ্যার্থীরা। প্রসাদ হিসেবে লাড্ডুর প্যাকেট বিক্রি হয়েছে ৯ লক্ষ ৪৭ হাজার ৭৫০।
সম্প্রতি এক মহিলা মন্দিরে ১৩ লক্ষ টাকার সোনার নেকলেসও দান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -