Turkey Earthquake: ভূগর্ভে মারাত্মক বিচ্যুতি, ভূমিকম্পে নকশাবদল তুরস্কের, পশ্চিমে সরে গেল আস্ত ভূখণ্ড!
বিপর্যয়ের ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে নেই। বরং গ্রাস করে ফেলেছে গোটা দেশকে। ভূমিকম্পে তুরস্কে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৬ হাজার মানুষ। আহতের সংখ্যা হিসেবের বাইরে। ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই সঙ্গে বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের ভৌগলিক নকশাই নাকি বদলে গিয়েছে! এমনই দাবি করছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, জোরাল ভূমিকম্প এবং পর পর আফটারশকের জেরে আগের অবস্থান থেকে তুরস্ক অন্তত পাঁচ থেকে ছয় মিটার সরে গিয়েছে।
ইতালির ভূতত্ত্ববিদ অধ্যাপক কার্লো দোগলিওনির দাবি, সিরিয়ার তুলনায়, পশ্চিম দিকে অন্তত পাঁচ থেকে ছয় মিটার সরে গিয়েছে তুরস্ক। শক্তিশালী কম্পনের জেরে টেকটোনিক পাতের অবস্থান পরিবর্তনেই এমন ঘটেছে বলে মত কার্লোর।
কার্লো জানিয়েছেন, শক্তিশালী কম্পনের ফলে বিচ্যুতি দেখা দিয়েছে, ভূতত্ত্বের ভাষায় যাকে বলা হয় ‘শ্যালো ট্রান্সকারেন্ট’। অর্থাৎ ভূগর্ভের গভীরে ফাটল ধরেছে। এর ফলে সিরিয়ার সঙ্গে আগের অবস্থান থেকে সরে গিয়েছে তুরস্ক।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি-র প্রেসিডেন্ট কার্লো। প্রাথমিক তথ্য খতিয়ে দেখে এমনটাই বোধ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে উপগ্রহ থেকে আসা ছবি হাতে পেলে, আরও ভাল ভাবে বোঝা যাবে বলে মত তাঁর।
১৯০ কিলোমিটার দীর্ঘ এবং ২৫ কিলোমিটার প্রস্থ জুড়ে এই পরিবর্তন ঘটেছে বলে দাবি কার্লোর। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা বিষয়টি ঘটে থাকতে পারে বলে অনুমান তাঁর।
পরস্পরের সমান্তরাল দু’টি পাতের মধ্যে পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন কার্লোয়। দক্ষিণ-পশ্চিমের আরবিয়ান পাতের দিকে সমান্তরাল ভাবে তুরস্ক সরে গিয়ে থাকতে পারে বলে অনুমান তাঁর।
এমনিতে তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে অন্যতম বিপজ্জনক এলাকা। গত এক শতকে অগণিত বার সেখানে ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে থেকে মানুষ জনকে উদ্ধারের কাজ শুরু হলেও, তীব্র শৈত্যপ্রবাহ, তুষারপাত এবং বৃষ্টির কারণে বার বার তাতে বিঘ্ন ঘটেছে। স্বাভাবিক নিয়মে ভূমিকম্পের প্রথম তিন দিনে ৯০ শতাংশ মানুষকে উদ্ধার করাই রীতি। কিন্তু প্রতিকূল পরিস্থিতি তুরস্কে।
ভূমিকম্পে সাধারণত মারা যান না মানুষ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েই ঘটে প্রাণহানি। আহতদের যত দ্রুত চিকিৎসা করা যায় ভাল। যত দেরি হবে, মৃত্যুমিছিল ততই বাড়বে বলে মত বিজ্ঞানীদের।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -