Small Kingdoms: গণতন্ত্রকে বুড়ো আঙুল দিয়ে টিকে রয়েছে, এই ছোট দেশগুলিতে আজও কায়েম রাজতন্ত্র
রাজা নন, রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের ক্ষমতা যখন প্রজার হাতে ওঠে, তাকেই বলা হয় গণতন্ত্র। বিংশ শতক থেকেই রাজতন্ত্রের অবসান ঘটে গণতন্ত্র মাথা তুলে দাঁড়াতে শুরু করে। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগণতন্ত্রে মানুষের হাতেই শাসক বেছে নেওয়ার ক্ষমতা ন্যস্ত থাকে। ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দ-অপছন্দের কথা জানান তাঁরা। ছবি: ফ্রিপিক।
এই ভোটপ্রক্রিয়া কতটা স্বচ্ছ, তা নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েইছে, তবে গণতন্ত্রের এই ধারাই এখন পৃথিবীতে প্রতিষ্ঠিত। অধিকাংশ দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। ছবি: ফ্রিপিক।
তবে এখনও এমন কিছু দেশ রয়েছে, যেখানে রাজতন্ত্র চলছে। আয়তনে তুলনামূলক ভাবে ছোট এই দেশগুলি। তবে বংশানুক্রমিক ভাবে অথবা মানুষের মর্জিতে আজও রাজতন্ত্র কায়েম রয়েছে কিছু দেশে। ছবি: পিক্সাবে।
Wallis And Futuna: পলিনেশিয়ার অন্তর্গত ওয়ালিস অ্যান্ড ফুটুনা দ্বীপপুঞ্জ পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাজতন্ত্র। ফ্রান্সের উপকূলে কিছু দ্বীপকে নিয়ে গঠিত হয়েছে। ১৪০ বর্গ কিলোমিটার আয়তনের ওয়ালিস অ্যান্ড ফুটুনা দ্বীপপুঞ্জের শাসক নিযুক্ত করে ফ্রান্স। তবে এখনও সেখানে তিনটি রাজতন্ত্র কায়েম রয়েছে। ছবি: পিক্সাবে।
Bhutan: ভারতের পড়শি দেশ ভুটানেও রাজতন্ত্র কায়েম রয়েছে। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত ভুটানের আয়তন ৩৮ হাজার ৩৯৪ বর্গকিলোমিটার। ভুটানে আইন বা আদালত নেই। রাজ দরবারই সবকিছু নিয়ন্ত্রণ করে। ছবি: পিক্সাবে।
Tonga: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে ১৭০টি দ্বীপ নিয়ে গঠিত টঙ্গা। এর আয়তন ৭৪৮ বর্গ কিলোমিটার। ১৮৭৫ সাল থেকে সেখানে রাজতন্ত্র কায়েম রয়েছে। ছবি: ফ্রিপিক।
Brunei: দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনেইয়েও রাজতন্ত্র কায়েম রয়েছে। তেলসমৃদ্ধ দেশটির আয়তন ৫ হাজার ৭৬৫ বর্গ কিলোমিটার। ব্রুনেইয়ের সুলতানই রাষ্ট্র এবং সরকারের প্রধান। ছবি: ফ্রিপিক।
Lesotho: চারিদিক থেকে দক্ষিণ আফ্রিকা ঘিরে রেখেছে লাসুতুকে। লাসুতু একটি পার্বত্য উপত্যকা, যেখানে রাজতন্ত্র কায়েম রয়েছে। লাসুতুর আয়তন ৩০ হাজার ৩৫৫ বর্গকিলোমিটার। ১৯৬৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় লাসুতু। ছবি: পিক্সাবে।
Eswatini: এসওয়াটিনি আফ্রিকার দক্ষিণে অবস্থিত একটি রাজতন্ত্র। আয়তনে ১৭ হাজার ৩৬৪ বর্গ কিলোমিটার। বর্তমানে সেখানকার রাজা তৃতীয় Mswati. রাজা দ্বিতীয় সবুঝার ৭০ স্ত্রী ছিলেন। তাঁর সন্তানের সংখ্যা ৬০। রাজা দ্বিতীয় সবুঝার সন্তান রাজা তৃতীয় Mswati. দারিদ্র্য এবং অনাহারে ভোগেন সেখানকার মানুষ। সংক্রামক রোগের প্রকোপও রয়েছে। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -